সর্বজনীন পেনশনে আগ্রহ বেশি তরুণদের
– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৩

সর্বজনীন পেনশনে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত তরুণ-যুবকরাই সবেচেয়ে বেশি আগ্রহী হচ্ছেন। এদের বেশির ভাগের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে। ঘোষিত চারটি স্কিমের মধ্যে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরতদের জন্য চালু ‘প্রগতি’ স্কিমে সবচেয়ে বেশি গ্রাহক পেনশন সুবিধা পেতে নাম অন্তর্ভুক্ত করেছেন।
এ পর্যন্ত পেনশন ফান্ডে জমা হয়েছে চার কোটি টাকার বেশি। এ ছাড়া বাকি তিনটি প্রবাস, সুরক্ষা এবং সমতা স্কিমেও সাড়া পড়ছে। তবে প্রবাসীদের স্কিমে আনতে বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।
এ ছাড়া অতি দরিদ্র গোষ্ঠীর জন্য চালু সমতা স্কিমে সরকারি অর্থের অপচয় রোধ এবং এ তহবিলের অপব্যবহার রোধে প্রার্থীদের আবেদনগুলো সঠিকভাবে যাচাই-বাছাই করবে অর্থ বিভাগ। পেনশন তহবিলের টাকা সঠিক বিনিয়োগে একটি নীতিমালা তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে। খবর সংশ্লিষ্ট সূত্রের।
বয়সের দিক থেকে অপেক্ষাকৃত তরুণ-যুবকরাই সর্বজনীন পেনশন স্কিমে সবচেয়ে বেশি আগ্রহী হচ্ছেন। এর মধ্যে ৩১ থেকে ৪০ বছরের লোকজন বেশি। এই স্কিমে অন্যান্য বিভাগের তুলনায় ঢাকা বিভাগের লোকজন বেশি নিবন্ধন করেছেন। প্রগতি স্কিমের আওতায় গ্রাহকদের কাছ থেকে এ পর্যন্ত তিন কোটি জমা হয়েছে পেনশন ফান্ডে। আর এই স্কিম গ্রহণের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে।
এখন পর্যন্ত পেনশন স্কিম নেওয়া গ্রাহকদের মধ্যে ৫৩ শতাংশই প্রগতি স্কিম নিয়েছে। স্কিম গ্রহণের হার বয়সের দিক থেকে এরপরে রয়েছেন ৪১ থেকে ৫০ বছর এবং ২১ থেকে ৩০ বছর বয়সীরা। তাদের সংখ্যা যথাক্রমে ১ হাজার ৮৩৭ এবং ১ হাজার ১৯৮। এ ছাড়া, ৬১ বছরের বেশি বয়সী ২৫ জন এবং ১৮ থেকে ২০ বছর বয়সী ৭৬ জন পেনশন স্কিমের জন্য নথিভুক্ত হয়েছেন।
অনানুষ্ঠানিক খাতে কর্মরতদের জন্য তৈরি সুরক্ষা স্কিম নিয়েছেন ১ হাজার ৮২৮ জন। এ ছাড়া, দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী স্বল্প আয়ের মানুষের জন্য সমতা স্কিম এবং বিদেশে কর্মরত বা অবস্থানরত বাংলাদেশীদের জন্য প্রবাসী স্কিম নিয়েছেন যথাক্রমে ৮৭৫ ও ১৪৮ জন।
অর্থ বিভাগ সূত্রে জানা যায়, সর্বশেষ ২১ আগস্ট পর্যন্ত এই স্কিমে সবচেয়ে বেশি নিবন্ধন করেছে ঢাকা বিভাগে। এই বিভাগে নিবন্ধন করেছেন ১ হাজার ৮৩৯ জন। দ্বিতীয় অবস্থানে আছে চট্টগ্রাম বিভাগ। সেখানে নিবন্ধন করেছেন ১ হাজার ৬৫৪ জন। এ ছাড়া খুলনায় ৭৩১, রাজশাহীতে ৫৪৪, রংপুরে ৩৯০, বরিশালে ৩৮৮, ময়মনসিংহে ৩৫২ এবং সিলেটে ২০৫ জন। এ ছাড়া এ পর্যন্ত সর্বজনীন পেনশন স্কিম নিতে প্রায় ৬০ হাজার জন আবেদন করেছেন।
অর্থ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রবাসীদের মধ্যেও সর্বজনীন পেনশন স্কিম ব্যাপক সাড়া ফেলছে। প্রায় ২৩০০ প্রবাসী ইতোমধ্যে চাঁদা পরিশোধ করেছেন। অনেক প্রবাসীর ডুয়েল কারেন্সি (ডলার-টাকা) ইন্টারন্যাশনাল কার্ড না থাকায় তাদের সোনালী ব্যাংকের একাউন্টে চাঁদা দিতে পারছেন না।
এ সমস্যা সমাধান করতে সোনালী ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে মিটিং করে নির্দেশনা দিয়েছেন অর্থ বিভাগের কর্মকর্তারা। প্রবাসীদের সর্বজনীন পেনশনে অন্তর্ভূক্ত হতে যে ডুয়েল কারেন্সি কার্ড ব্যবহার করতে হবে, এ সম্পর্কে ওয়েবসাইটে ঘোষণা দিতে সোনালী ব্যাংককে নির্দেশনা দেওয়া হয়েছে। ইতোমধ্যে এ বিষয়ে ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য মো. গোলাম মোস্তফা। ওই সময় পেনশন ফান্ডের টাকা জমা রাখা এবং কিভাবে এই টাকা বিনিয়োগ কিংবা ব্যবহার হতে পারে সে বিষয়েও প্রাথমিক আলাপ-আলোচনা করা হয়েছে।
এ প্রসঙ্গে তিনি বলেন, সর্বজনীন পেনশন স্কিমে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। তবে পেনশন তহবিলের টাকা কোথায় বিনিয়োগ করা হবে সে বিষয়ে একটি আলাদা স্বয়ংসম্পূর্ণ বিধি বা নীতিমালা তৈরি করা হবে। তিনি বলেন, প্রাথমিকভাবে, এই তহবিল সরকারি বন্ড বা ট্রেজারি বিলে বিনিয়োগের কথা রয়েছে। যেসব বিনিয়োগে ঝুঁকি কম সেদিকেই যাব। যদি ফান্ড আরও বড় হয় তা হলে উন্নয়ন প্রকল্পে বিনিয়োগ করা হতে পারে। এটা সময়ের পরিক্রমায় হবে। এ নিয়ে সুনির্দিষ্ট বিধিমালা তৈরি হচ্ছে, সেই অনুযায়ী সব হবে।
প্রবাস ও সমতা স্কিমে জোর দেওয়া হবে ॥ বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরতদের জন্য প্রগতি স্কিমে ব্যাপক সাড়া পড়লেও এখন প্রবাস ও সমতা স্কিমে সেই রকমভাবে হচ্ছে না। অথচ প্রবাসীদের কাছ থেকে সাড়া পাওয়া গেলে বিদেশী মুদ্রা বা ডলারের সরবরাহ বাড়ত। অন্যদিকে সমতা স্কিমে দরিদ্রদের আকর্ষণ করা গেলে সামাজিক নিরাপত্তা বলয় আরও শক্তিশালী হওয়ার সুযোগ তৈরি হতো বলে মনে করা হচ্ছে। এ কারণে প্রবাসীদের পেনশন স্কিমে নিয়ে আসতে বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে বেশকিছু উদ্যোগ নেওয়া হবে। সেখানে প্রচার বাড়ানোর পাশাপাশি রোড শোর মতো কর্মসূচি পালন করা হতে পারে।
নতুন যারা বিদেশে যাবেন তাদের এ ধরনের পেনশন কর্মসূচিতে নিয়ে আসার ব্যাপারে আগাম উদ্যোগ নেওয়া হতে পারে। এ ব্যাপারে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কাজ করবে। এ ছাড়া সমতা স্কিমে দরিদ্রদের নিয়ে আসার ব্যাপারে সরকারি উদ্যোগ থাকবে। বিশেষ করে ইউনিয়ন পরিষদ, পৌরসভা এবং সিটি করপোরেশন এলাকায় যেসব গরিব মানুষ রয়েছেন তাদের সঠিকভাবে চিহ্নিত করে এ কর্মসূচিতে নিয়ে আসা হবে।
অতি দরিদ্র হিসেবে ‘সমতা’ স্কিমে অন্তর্ভুক্ত হওয়ার জন্য যারা নিবন্ধন করবেন, তাদের তথ্য যাচাই করে তবেই অন্তর্ভুক্ত করবে সর্বজনীন পেনশন কর্তৃপক্ষ। এই স্কিমে অন্তর্ভুক্তদের চাঁদার অর্ধেক বা ৫০০ টাকা সরকার থেকে পরিশোধ করা হবে।
পেনশন ফান্ড ব্যবহারে নীতিমালা হচ্ছে ॥ সুনির্দিষ্ট নীতিমালার মাধ্যমে পেনশন ফান্ড ব্যবহার করা হবে। এ লক্ষ্যে একটি নীতিমালা তৈরি করছে অর্থবিভাগ। শীঘ্রই এ ধরনের একটি নীতিমালা তৈরি করে তা জনসমক্ষে প্রকাশ করবে সরকার। এতে করে গ্রাহকদের আস্থা আরও বাড়বে।
পেনশন ফান্ডের টাকা কোথায় কিভাবে ব্যবহার হবে এ বিষয়ে সাধারণ মানুষ বিশেষ করে যারা স্কিমে ঢুকতে চান তাদেরও আগ্রহ রয়েছে। ব্যাংকগুলোর দেউলিয়া হয়ে পড়া, খেলাপি ঋণ বৃদ্ধি এবং বিমা এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের বিনিয়োগ নানা সময়ে ঝুঁকির মধ্যে পড়েছে। এ ছাড়া সরকারি পেনশন পেতে নানা ধরনের দুর্ভোগ পোহাতে হয়। এ ধরনের নানা সমালোচনাও রয়েছে দেশে।
এ অবস্থায় সর্বজনীন পেনশন ফান্ডের টাকার সঠিক ব্যবহার এবং বিনিয়োগ নিয়ে সরকারের পক্ষ থেকে দেশ ও জাতিকে স্পষ্ট বার্তা দেওয়া হবে। শুধু তাই নয়, এফান্ডের টাকা ঝুঁকিমুক্ত খাতে বিনিয়োগ এবং লাভজনক অবকাঠামো খাতে বিনিয়োগ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
অর্থবিভাগ জানিয়েছে, সুনির্দিষ্ট নীতিমালার মাধ্যমে সর্বজনীন পেনশন ফান্ডের টাকা ব্যবহার ও বিনিয়োগ করা হবে। শুধু তাই নয়, পেনশন কর্তৃপক্ষের পরিচালন ব্যয় সরকারের বিশেষ ফান্ড থেকে খরচ করা হবে। এ ছাড়া প্রাথমিকভাবে, এই তহবিল সরকারি বন্ড বা ট্রেজারি বিলে বিনিয়োগের কথা রয়েছে। যেসব বিনিয়োগে ঝুঁকি কম সেখানে বিনিয়োগ করা হবে।
- ফ্রিল্যান্সারদের বিদেশি আয়ে ১০ শতাংশ উৎসে কর প্রযোজ্য নয়: এনবিআর
- নীলফামারীতে মসজিদের ভেতরে সন্ত্রাসী হামলায় দুই মুসল্লি আহত, আটক ২
- মস্তিষ্কের বিশ্রামে যা করবেন
- অবাধ-নিরপেক্ষ নির্বাচনের চ্যালেঞ্জ নিতে চাই: সিইসি
- কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীর জন্মদিনে জন্ম নেওয়া শিশুর মাকে উপহার
- ডোমারে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে মত বিনিময় সভা অনুষ্ঠিত
- বিশ্বকাপে বাংলাদেশ দল নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা
- রাণীশংকৈল অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু, আহত ৪
- একরাতেই মেয়ে থেকে ছেলে হলো লিয়া!
- ফেসবুকে পোস্ট দিয়ে পৃথিবী থেকে বিদায় নিলেন পূজা
- ভারতে দূতাবাস কার্যক্রম বন্ধ করেছে আফগানিস্তান
- জানা গেল বিশ্বকাপের মাসকটের নাম
- ভালো খেলেন মেহজাবিন
- সরকারের উন্নয়ন পরিকল্পনায় কন্যা শিশুরা গুরুত্ব পাচ্ছে: ইন্দিরা
- সরকার খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে যথেষ্ট আন্তরিক: তথ্যমন্ত্রী
- পর্যটনের বিকাশে গণমাধ্যমকে ভূমিকা রাখার আহ্বান
- ওজু করলে যেভাবে গুনাহ ঝরে যায়
- একদিনের সফরে রংপুরে পুলিশের এসবি প্রধান মনিরুল ইসলাম
- নীলফামারীতে ওয়ার্কার্স পার্টির লাল পতাকা মিছিল ও পথসভা
- উন্নয়নের ক্ষেত্রে কোনো বিভাজন চলবে না: রাষ্ট্রপতি
- ২ দিন বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
- ২৪ বছর পর ধরলা নদীতে নৌকা বাইচ দেখতে মানুষের ঢল
- ঘুরে আসুন দেশের একমাত্র পাথরের জাদুঘরে
- ক্লাবের অনুশীলনে ফিরেছেন আন্তোনি
- পর্নোগ্রাফি ম্যাগাজিনে জাহ্নবীর ছবি, হুমড়ি খেয়ে দেখছে সবাই
- অজু করলে যেভাবে গুনাহ ঝরে যায়
- দেশে সব ধর্মের নাগরিকদের সমান অধিকার: স্থানীয় সরকারমন্ত্রী
- শেখ হাসিনার সুদৃষ্টিতে পাহাড়ে শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠছে
- চট্টগ্রাম-কক্সবাজার পরীক্ষামূলক ট্রেন চলবে ১৫ অক্টোবর
- প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন আপসহীন নেত্রী
- আমরা স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারছি: হুইপ স্বপন
- শীঘ্রই সব মিশনে ই-পাসপোর্ট কার্যক্রম চালু হবে
- কোরআন মুখস্থ করার সহজ ও সেরা উপায়
- স্ত্রীর পরকীয়ার জেরে স্বামীর আত্মহত্যা
- ঠাকুরগাঁওয়ে ডিসেমিনেশন সেমিনার অনুষ্ঠিত
- খুব কাছের বন্ধু হিসেবে জি২০ সম্মেলনে বাংলাদেশ
- নীলফামারীতে জুয়ারি-সাজাপ্রাপ্ত আসামি-ডাকাতসহ গ্রেফতার ৩১
- প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন আজ
- ট্রাকের ধাক্কায় ইজিবাইচালক নিহত, আহত ২
- চোটই নেইমারের বড় শত্রু
- ৭ মিনিটে পদ্মা সেতু পাড়ি দিলো ট্রেন
- কুড়িগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু, আহত ১
- জন্মাষ্টমী উপলক্ষে কাহারোলে "শ্রী শ্রী কান্তজিউ যুগল বিগ্রহ"
- ডেঙ্গু জ্বর: নীলফামারীতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩ জন শনাক্ত
- মহাত্মা গান্ধীর স্মৃতির প্রতি শ্রদ্ধা প্রধানমন্ত্রীর
- বিদেশিদের কাছে ধরনা দিয়ে বিএনপির লাভ হবে না: খাদ্যমন্ত্রী
- অসচ্ছল শিক্ষার্থীদের জন্য বিশাল সুখবর
- ‘মশারি কিনতে পারে না, এমন মানুষ আছে বলে জানা নেই’
- শেয়ার-নেট বাংলাদেশ ৮ম এসআরএইচআর নলেজ ফেয়ার অনুষ্ঠিত
- কাপড়ের রং ব্যবহার, চানাচুর ফ্যাক্টরিকে ৩০ হাজার টাকা জরিমানা