• শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২৪ ১৪৩০

  • || ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫

সরকার রেলের উন্নয়নকে ত্বরান্বিত করেছে: রেলমন্ত্রী

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৩  

রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের রেলবিভাগ। বর্তমান সরকার ২০২১ সালে রেলওয়েকে পৃথক মন্ত্রণালয়ে রূপান্তরিত করে রেলের উন্নয়নকে ত্বরান্বিত করেছে। এর আগে, অন্য কোনো সরকার রেলের উন্নয়নে কাজ করেনি।

মঙ্গলবার গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া রেলস্টেশনে দীর্ঘ ১২ বছর বন্ধ থাকা রামসাগর এক্সপ্রেস ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

রেলমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত তাদের শাসনামলে রেলওয়েকে ধ্বংসের মধ্যে ফেলে দিয়েছিল। আর এখন সরকার রেলওয়ের উন্নয়ন করছে। সেই বিএনপি-জামায়াত ক্ষমতার লোভে দেশব্যাপী আগুন সন্ত্রাস শুরু করেছে। এর আগে, তারা দেশের মানুষকে পুড়িয়ে মেরেছে। তাদের এই আগুন সন্ত্রাস বন্ধ করতে জনগণকে এগিয়ে আসতে হবে।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুর বিভাগের ৮ জেলার প্রতি বিশেষ নজর দিয়েছেন। এ অঞ্চলের মানুষের সব সমস্যার সমাধানে তিনি নিজে কাজ করছেন, যা ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। এর ফলেই দীর্ঘ ১২ বছর বন্ধ থাকা রামসাগর এক্সপ্রেস ট্রেন পুনরায় চালু করা সম্ভব হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি, গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন, সাঘাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম সামশীল আরেফিন টিটু, সাধারণ সম্পাদক নাসিরুল আলম স্বপন, ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি এম সেলিম পারভেজ প্রমুখ।