• বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

‘বাংলাদেশের বদলে যাওয়ার গল্প শুনতে চায় পৃথিবীর মানুষ’ 

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৩  

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘আজকে বাংলাদেশের বদলে যাওয়ার গল্প পৃথিবীর মানুষ শুনতে চায়’। 

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে আয়োজিত জাতীয় শিশু, কিশোর ও যুব কল্যাণ সংগঠন চাঁদের হাটের ৫০ বছর পূর্তি ও ষষ্ঠ জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নৌপ্রতিমন্ত্রী বলেন, ‘যখন তারা শুনে ৫৬ হাজার বর্গমাইলের কোনো দেশে ১৬ কোটি মানুষ বসবাস করে, তখন তারা অনেকে ভয় পেয়ে যান, আতঙ্কিত হয়ে যান। দুইদিন আগে কৃষিবিদদের সঙ্গে একটি জায়গায় ছিলাম। তারা বলছে, একটি সময় আমাদের কোনো সম্মান ছিল না। কারণ, বাংলাদেশ অভাব-অনটনের দেশ ছিল। আমরা কোনো সম্মান পেতাম না।

আজকে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। আমরা পৃথিবীর যেখানেই যাচ্ছি সম্মানিত হয়েছি। আমাদের জিজ্ঞেস করছে, ৫৬ হাজার বর্গ মাইলের দেশে ১৬-১৭ কোটি মানুষের খাদ্যের নিরাপত্তা তোমরা কীভাবে দিচ্ছো? তোমরা কীভাবে এইটুক জমির মধ্যে এতো ফসল উৎপাদন করছো? আমাদের শেখাও, আমাদের জানাও। আমরাও উৎপাদন করতে চাই’।

তিনি বলেন, ‘এই যে বাংলাদেশ বদলে গেছে, এই বদলে যাওয়া বাংলাদেশের খবর কয়জন রাখে? কয়জন আমার কৃষক, কৃষিবিদদের সঙ্গে কথা বলে’।