• বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

অতীতে ব্যর্থ হইনি, ভবিষ্যতেও হবো না: কৃষিমন্ত্রী

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৩  

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেছেন, স্বাধীনতা বিরোধীদের মিথ্যা অপপ্রচারে পশ্চিমা বিশ্বের কিছু দেশ, কিছু নেতা বিভ্রান্ত হচ্ছেন। তাদের উদ্দেশে বলতে চাই- একাত্তরে আমরা পরাজিত হইনি, পালিয়ে যাইনি। অতীতেও আমরা ব্যর্থ হইনি, ভবিষ্যতেও হবো না।

শনিবার রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের যৌথ সমাবেশে এ কথা বলেন তিনি।

কৃষিমন্ত্রী বলেন, যারা স্বাধীনতা যুদ্ধে আমাদের সমর্থন দেয়নি, যারা পাক বাহিনীকে অস্ত্র দিয়েছিল, তাদের মোকাবিলা করে আমরা দেশ স্বাধীন করেছি। আমরা পরাজিত হইনি।

তিনি আরো বলেন, আগামী জাতীয় নির্বাচন বানচাল করার জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র হচ্ছে। এ ষড়যন্ত্র আমাদের মোকাবিলা করতে হবে। বিএনপির হুমকি আমরা গত ১৫ বছর দেখেছি। তারা আন্দোলন করবে, শেখ হাসিনাকে হটাবে। গত ১৫ বছরে এক ইঞ্চিও নড়াতে পারেনি। আগামী তিন মাস আমরা রাজপথে পাহারা দেব। কোথাও সন্ত্রাসী কার্যক্রম, অগ্নিসংযোগ, নির্বাচন বানচালের অপচেষ্টা দেখলে রুখে দাঁড়াবো।

এ সময় উপস্থিত ছিলেন- সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম, আবদুর রহমান, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান,  মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।