• শুক্রবার ০৪ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ১৮ ১৪৩১

  • || ২৯ রবিউল আউয়াল ১৪৪৬

বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে দেশ ঘুরে দাঁড়ায়: শিক্ষামন্ত্রী

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৩  

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, পঁচাত্তর পরবর্তীতে জনগণের নূন্যতম নিরাপত্তার বিষয়টিও ছিল উপেক্ষিত। কিন্তু বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে দেশ আবার ঘুরে দাঁড়ায়।

শনিবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে বঙ্গবন্ধু অধ্যাপক বক্তৃতার ‘আশা-নিরাশার দোলায় হে’ শীর্ষক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। 

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড হতবিহ্বল করে দেয় গোটা জাতিকে, নেতৃত্বশূন্য হয়ে পড়ে দেশ। অশুভ শক্তির পারস্পরিক যোগাযোগ ও নৃশংসতার মাত্রা ছিল অকল্পনীয়। আর যারাও বা নেতৃত্ব দিতে পারতেন তারা তো চলে গিয়েছিলেন কারান্তরালে।

তিনি বলেন, বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন, দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর যে প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছিলেন, তার কন্যা শেখ হাসিনা অসমাপ্ত সেই লক্ষ্যে ক্রমে এগিয়ে যাচ্ছেন। বঙ্গবন্ধু ছিলেন বিশ্বের শোষিত মানুষের জন্য মুক্তির অনুপ্রেরণা। বঙ্গবন্ধুর মৃত্যু হলেও তার আদর্শের কোনো মৃত্যু নেই। শেখ হাসিনা বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ এগিয়ে নিতে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এ সময় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বঙ্গবন্ধু অধ্যাপক সনৎকুমার সাহা। বিশেষ অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন অনুষ্ঠানের সভাপতি আইবিএস পরিচালক অধ্যাপক মোহাম্মদ নাজিমুল হক।