• সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২৫ ১৪৩০

  • || ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৫

সরকার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে আছে: ত্রাণ প্রতিমন্ত্রী

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৩  

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, দুর্যোগ মোকাবিলা ও পুনর্বাসন কার্যক্রমে বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল। সরকার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের পাশে আছেন, কেউ কষ্ট পাবেন না। প্রধানমন্ত্রী আমাকে বলেছেন, ‘দুই হাত ভরে দিবা, যেন জনগণ বুঝতে পারে সরকার তাদের পাশে আছে।’

শনিবার মোহাম্মদপুর কৃষি মার্কেটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন তিনি।

ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, অগ্নিকাণ্ডের বিষয়ে শুধু সরকার নয়, জনগণকেও সচেতন হতে হবে। বেশিরভাগ অগ্নিকাণ্ডে দেখা যায় শর্টসার্কিট থেকে আগুন লাগছে। দক্ষ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার দিয়ে ডিজাইন করে বিদ্যুৎ সংযোগ নিতে হবে।

তিনি আরো বলেন, কৃষি মার্কেটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য এক হাজার বান্ডিল টিন ও এক কোটি টাকা দেওয়া হবে। এছাড়া চাল ও টাকা দেওয়া হবে।

এ সময় সংসদ সদস্য সাদেক খান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক মো. মিজানুর রহমান, ব্যবসায়ী সমিতির সভাপতি সলিমুল্লাহ সলু, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।