• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
সর্বোচ্চ আদালতের রায়ই আইন হিসেবে গণ্য হবে: জনপ্রশাসনমন্ত্রী। ২৫ জুলাই পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত।

একটি দল উন্নয়নকে বাধাগ্রস্তের চেষ্টা করছে: রেলমন্ত্রী

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৩  

রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, সরকার প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে, একটি দল সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে এই উন্নয়নকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।

রোববার পঞ্চগড়ের বোদা উপজেলায় ময়দানদিঘী ইউনিয়নের গাইঘাটা ইসলামিয়া দাখিল মাদরাসার নবনির্মিত ৪তলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠান শেষে আয়োজিত এক সভায় এসব কথা বলেন তিনি।

রেলপথ মন্ত্রী বলেন, সরকার মুক্তিযুদ্ধ ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন প্রকারের ভাতা দিয়ে যাচ্ছে। টিসিবির মাধ্যমে ন্যায্যমূল্যে পণ্য বিতরণ করা হচ্ছে। কৃষকদের ন্যায্যমূল্যে সার, বীজ বিতরণ করা হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে বই বিতরণ করা হচ্ছে।

তিনি বলেন, একসময় এই রংপুর অঞ্চলে মঙ্গা চলতো, এখন সবার চেহারা দেখে বুঝা যাচ্ছে এখন আর আমাদের দেশে কোনো মানুষ না খেয়ে থাকে না। কোন মানুষ অভাবে নেই। সবাই ভালো আছে এবং শেখ হাসিনার উন্নয়ন সর্বত্র বিরাজমান রয়েছে।

মন্ত্রী আরো বলেন, রংপুর থেকে ঢাকা মহাসড়কটি ছয় লেনে উন্নীত করা হবে। এখন পঞ্চগড় থেকে তিনটি ট্রেন যাতায়াত করে। ফলে পঞ্চগড় থেকে দেশের সব স্থানে ট্রেন যোগাযোগের মাধ্যমে আমরা যাতায়াত করতে পারছি। এটা হলো বর্তমান সরকারের উন্নয়ন।