• শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২৪ ১৪৩০

  • || ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫

‘বিএনপি-জামায়াতের লক্ষ্য পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়া’

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৩  

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে বিএনপি-জামায়াত ষড়যন্ত্র শুরু করেছে। তাদের লক্ষ্য পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়া। কিন্তু জনগণের ভোট ছাড়া ক্ষমতায় যাওয়ার কোনো সুযোগ নেই।’

সোমবার হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রাণীগাঁও ইউনিয়নের পারকুল-নাসিমাবাদ সড়কে ১৫ মিটার দীর্ঘ সেতুর নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

বিমান প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। এ কারণে জনগণ আবারো নৌকা মার্কাতেই ভোট দেবে। এটা বুঝতে পেরেই বিএনপি জ্বালাও-পোড়াও শুরু করেছে।

অনুষ্ঠানে চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুর কাদির লস্কর, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।