• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
সর্বোচ্চ আদালতের রায়ই আইন হিসেবে গণ্য হবে: জনপ্রশাসনমন্ত্রী। ২৫ জুলাই পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত।

জনগণ উন্নয়ন অব্যাহত রাখতে বদ্ধপরিকর: পররাষ্ট্রমন্ত্রী

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৩  

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, দেশের মানুষ শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বদ্ধপরিকর। তাই অবরোধ-হরতালের মতো ধ্বংসাত্মক রাজনীতি তারা পরিহার করেছেন।

বুধবার সিলেট-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক রাসেল হাসানের কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় এ কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী ৭ জানুয়ারি উৎসবমুখর পরিবেশেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণ ভোটকেন্দ্রে যাবে এবং স্বাধীনভাবে ভোট দিয়ে নিজেদের প্রতিনিধি নির্বাচন করবে।

তিনি আরো বলেন, সিলেটবাসীর উন্নয়নের লক্ষ্যে কিছু কাজ করেছি। অনেক কাজ চলমান। আগামীতে সেগুলোর পাশাপাশি নতুন নতুন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে চাই। আমার বিশ্বাস জনগণ আবারো আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন।

এ সময় উপস্থিত ছিলেন- সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন প্রমুখ।