• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
সর্বোচ্চ আদালতের রায়ই আইন হিসেবে গণ্য হবে: জনপ্রশাসনমন্ত্রী। ২৫ জুলাই পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত।

নির্বাচনে বিদেশিদের হাত দেওয়ার সুযোগ নেই: পরিকল্পনামন্ত্রী

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৩  

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, নির্বাচনে বিদেশি কারো হাত দেওয়ার সুযোগ নেই, আমাদের কাজ আমরা করবো। আমরা গণতান্ত্রিক দেশ। আমরা জাতিসংঘের একটি সদস্য রাষ্ট্র। তাদের সব দেশে যাওয়া আসা আছে, তারা আসবে যাবে, চা খাবে, কথা বলবে এখানে দোষের কিছু নেই।

বুধবার বিকেলে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তার সুকান্ত সাহার কাছে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

পরিকল্পনামন্ত্রী আরো বলেন, এবার নিয়ে ৫মবার আমি নির্বাচন করছি। এবার অনেক সুন্দর ও স্বচ্ছ পরিবেশ তৈরি হয়েছে। মানুষ উৎসব করে, আনন্দ করে ভোটের প্রস্তুতি নিচ্ছে।

এর আগে, সকালে মন্ত্রী সুনামগঞ্জের জগন্নাথপুর তার নির্বাচন এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। 

এ সময় পরিকল্পনা মন্ত্রীর সঙ্গে ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট, সাধারণ সম্পাদক নোমান বখত পলিন ও সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল উপস্থিত ছিলেন।