• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
আহতদের দেখতে পঙ্গু হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৪ ঘণ্টায় র‍্যাবের অভিযানে গ্রেফতার ২৯০। মেট্রোরেল স্টেশনে হামলা: ছয়জন রিমান্ডে।

নির্বাচন কারো জন্য বসে থাকবে না: নৌপ্রতিমন্ত্রী

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২৩  

নৌ পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, সারাদেশে নির্বাচনি বাতাস বইছে, নির্বাচনি ঝড় শুরু হয়েছে। ঝড় যারা থামাতে চাইবে, তারাই হারিয়ে যাবে। নিজেদের ভুল কৌশলের কারণে কেউ নির্বাচনে না এলে সে দায় সরকার বা নির্বাচন কমিশনের না। নির্বাচন কারো জন্য বসে থাকবে না।

রোববার সচিবালয়ে নিজ দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। বাংলাদেশ আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) ‘সি’ ক্যাটাগরির কাউন্সিলের সদস্য নির্বাচিত হওয়ার তথ্য জানাতে নৌপরিবহণ মন্ত্রণালয় এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, অবৈধভাবে ক্ষমতা দখলের রাস্তা বন্ধ হওয়ায় দেশি-বিদেশি অনেকেই নাখোশ হয়ে পড়েছেন। কেউ কেউ আওয়ামী লীগকে নিঃশেষ করে দেওয়ার জন্য বহু চেষ্টা করেছে। এখন রাজনৈতিক ভুল কৌশলের কারণে কোনো রাজনৈতিক দল হারিয়ে গেলে নির্বাচন কমিশন ও সরকার দায়ী নয়।

তিনি বলেন, বাংলাদেশের ভোটাররা ভোট দিতে চায়। বর্তমান সরকার রুটিন দায়িত্ব পালন করছে। সরকার পরিবর্তন ছাড়া যেকোনো পরিবর্তন করতে পারবে ইসি।

প্রতিমন্ত্রী বলেন, দেশি-বিদেশি চাবি দিয়ে তালা খোলার ভুল চেষ্টা করে ব্যর্থ হয়েছে কিছু রাজনৈতিক দল। তাদের জন্য দেশে সাংবিধানিক শূন্যতা তৈরি হতে দেবে না দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার দল আওয়ামী লীগ।