• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
আহতদের দেখতে পঙ্গু হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৪ ঘণ্টায় র‍্যাবের অভিযানে গ্রেফতার ২৯০। মেট্রোরেল স্টেশনে হামলা: ছয়জন রিমান্ডে।

ওসমানী বিমানবন্দরে ৩৪ কেজি সোনাসহ আটক ৪

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২৩  

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ২৮০টি সোনার বার ও ছয়টি সোনার বলসহ চার যাত্রীকে আটক করা হয়েছে।

শুক্রবার সকাল ৮টা ৫৩ মিনিটে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি ২৪৮ ফ্লাইট থেকে এসব সোনার বার জব্দ করা হয়।

এ বিষয়ে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে বিকেলে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন কাস্টমস কর্মকর্তারা।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৮টা ৫৩ মিনিটে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি ২৪৮ ফ্লাইট থেকে ২৮০টি সোনার বার ও ছয়টি সোনার বল জব্দ করা হয়। এসব সোনার ওজন আনুমানিক ৩৪ কেজি। এসময় শিশু নারীসহ ৯জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে চারজনকে আটক দেখানো হয়।

আটককৃতদের মধ্যে একজনের বাড়ি হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায়। তিনি স্বর্ণের ব্যবসার সঙ্গে জড়িত বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ উদ্দিন আহমদ বলেন, সোনার বারসহ কয়েকজন আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। আমার কাছে এখনো বিস্তারিত কোনো তথ্য আসেনি।