• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
সর্বোচ্চ আদালতের রায়ই আইন হিসেবে গণ্য হবে: জনপ্রশাসনমন্ত্রী। ২৫ জুলাই পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত।

জ্বালানির দাম প্রতি মাসে সমন্বয় করা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৩  

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, আগামী বছরের মার্চ-এপ্রিল পর্যন্ত প্রতি মাসে বিশ্ববাজারের সঙ্গে দেশের জ্বালানির দাম সমন্বয় করা হবে। প্রথমে পেট্রল-অকটেন ও পরবর্তীতে অন্যান্য জ্বালানির দাম সমন্বয় করা হবে।

শনিবার রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ইয়াং বাংলা আয়োজিত ‘স্মার্ট পাওয়ার এবং এনার্জি চ্যালেঞ্জ-২০২৩’ শীর্ষক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ইলেকট্রনিক যানবাহনের উদ্ভাবন এবং ব্যবহারে দেশে জ্বালানি সাশ্রয় হতে পারে। নবায়নযোগ্য বিদ্যুতের ব্যবহার বাড়াতে তরুণদের আরও উদ্ভাবনী চিন্তা প্রয়োজন।

তিনি আরো বলেন, গ্লোবালাইজেশনের জন্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশও রয়েছে। তাই দেশ বাঁচাতে উদ্ভাবনী আবিষ্কারের মাধ্যমে তরুণ প্রজন্মকে আরো এগিয়ে আসতে হবে। সবার অংশগ্রহণে বাংলাদেশ শিগগিরই লক্ষ্য পূরণ করবে।

নসরুল হামিদ বলেন, কার্বন নিঃসরণের জন্য দায়ী না হওয়া সত্ত্বেও বাংলাদেশের ওপর চাপ রয়েছে। যারা কার্বন নিঃসরণ করতে নিষেধ করছেন, তারাই এর জন্য সবচেয়ে বেশি দায়ী। কপ সম্মেলনে অনেক প্রতিশ্রুতি দেওয়ার পরও তা বাস্তবায়ন হচ্ছে না।