• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
সর্বোচ্চ আদালতের রায়ই আইন হিসেবে গণ্য হবে: জনপ্রশাসনমন্ত্রী। ২৫ জুলাই পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত।

২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ নিশ্চিত করবো: ভূমিমন্ত্রী

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৪  

ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বলেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সম্মিলিত প্রচেষ্টায় জ্ঞাননির্ভর সমাজ বিনির্মাণের মাধ্যমে আমরা ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ নিশ্চিত করবো। স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের মাধ্যমে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ‘সোনার বাংলা’ গড়ে তুলতে সক্ষম হবো।

বুধবার ঢাকার আগারগাঁওয়ে সরকারি সংগীত কলেজ প্রাঙ্গণে ‘আগারগাঁও প্রশাসনিক এলাকা পূজা উদ্‌যাপন পরিষদ’র উদ্যোগে সরস্বতী পূজার অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ভূমিমন্ত্রী বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। অন্যতম সর্বজনীন ধর্মীয় উৎসব সরস্বতী পূজায় ধর্ম, বর্ণ ও সম্প্রদায় নির্বিশেষে সবার অংশগ্রহণ এ দেশের অসাম্প্রদায়িক চেতনা ও ঐতিহ্যে ভিন্ন মাত্রা যোগ করেছে।

সরস্বতী পূজা একটি উৎসবে পরিণত হয়ে সম্প্রীতির এ সুমহান ঐতিহ্যকে আরো  সুদৃঢ় করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

এরপর সরস্বতী পূজা উপলক্ষে ‘আগারগাঁও প্রশাসনিক এলাকা পূজা উদ্‌যাপন পরিষদ’ কর্তৃক প্রকাশিত ‘জ্যোতির্ময়’র মোড়ক উন্মোচন এবং সংগঠনটির ওয়েবসাইট https://pujaupa.org/ উদ্বোধন করেন ভূমিমন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) অধ্যাপক মুহাম্মদ আলমগীর, সদস্য প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ, ইউজিসির সহকারী সচিব প্রবীর চন্দ্র দাস, ইউজিসির সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, অধ্যাপক ড. মো. আবু তাহের, অধ্যাপক ড. হাসিনা খান, সচিব ড. ফেরদৌস জামান, পরিচালক মো. ওমর ফারুখ, সরকারি সঙ্গীত কলেজের অধ্যক্ষ কৃষ্টি হেফাজ প্রমুখ।