• বৃহস্পতিবার ১০ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ২৫ ১৪৩১

  • || ০৫ রবিউস সানি ১৪৪৬

এনআইডি-পাসপোর্ট বানিয়ে দেওয়া চক্রের ২৩ সদস্য গ্রেফতার

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৪  

রোহিঙ্গা ও দাগী অপরাধীদের অবৈধভাবে জন্ম নিবন্ধন সনদ, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও পাসপোর্ট বানিয়ে দেওয়া একটি চক্রের ২৩ সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

রোববার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় বিপুল পরিমাণ ডকুমেন্টস উদ্ধার করা হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি জানান, অপরাধী, অ-বাংলাদেশি ও রোহিঙ্গাদের অবৈধভাবে জন্ম নিবন্ধন সনদ, জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট বানিয়ে দেওয়া একটি চক্র শনাক্ত করা হয়েছে। পরে অভিযান চালিয়ে আনসার সদস্য, রোহিঙ্গা নারী-পুরুষ ও দালালসহ ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে।