• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
আহতদের দেখতে পঙ্গু হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৪ ঘণ্টায় র‍্যাবের অভিযানে গ্রেফতার ২৯০। মেট্রোরেল স্টেশনে হামলা: ছয়জন রিমান্ডে।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের সুপারিশ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৪  

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় রাখার সুপারিশ করেছে দ্বাদশ জাতীয় সংসদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

রোববার জাতীয় সংসদ ভবনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাগুফতা ইয়াসমিনের সভাপতিত্বে প্রথম বৈঠকে এ সুপারিশ করা হয়।

বৈঠকে অংশ নেন- কমিটির সদস্য প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি, মো. আব্দুল আজিজ, সৈয়দা জাকিয়া নূর, খাদিজাতুল আনোয়ার, তাহমিনা বেগম এবং মোহাম্মদ জিল্লুর রহমান।

বৈঠকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্প উপস্থাপন করা হয়। প্রকল্পগুলো সততা ও জবাবদিহির সঙ্গে বাস্তবায়ন করার আগ্রহ প্রকাশ করা হয়।

বৈঠকে নারীদের জন্য মাতৃত্বকালীন ভাতা ১৮ বছর না রেখে আরো বাড়ানোর ব্যবস্থাকরণ, পথশিশুদের জন্য সুযোগ-সুবিধা বৃদ্ধিসহ কর্মের ব্যবস্থাকরণ এবং গ্রাম পর্যায়ের সুবিধাবঞ্চিত শিশুদের সেবার আওতায় আনার জন্য কমিটি কর্তৃক মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে নারী ও শিশুদের যেভাবে সাহায্য সহযোগিতা করা হয় সেভাবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে সাহায্য সহযোগিতার ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপাশিক করে।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, সংস্থা প্রধান, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।