• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
সর্বোচ্চ আদালতের রায়ই আইন হিসেবে গণ্য হবে: জনপ্রশাসনমন্ত্রী। ২৫ জুলাই পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত।

রমজানে সিএনজি স্টেশন বন্ধের নতুন সূচি

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ মার্চ ২০২৪  

রমজান মাসে সিএনজি স্টেশন বন্ধের নতুন সময় সূচি ঘোষণা করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। 

মঙ্গলবার থেকে নতুন সূচি কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নতুন সূচি অনুযায়ী, ৬ এপ্রিল পর্যন্ত সিএনজি স্টেশন বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট ৫ ঘণ্টা বন্ধ থাকবে। বর্তমান সূচিতে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ থাকে।  

বিজ্ঞপ্তিতে জনানো হয়, রমজান মাসে বিদ্যুৎ চাহিদার দৈনিক পিক আওয়ারে গ্যাস বিতরণ নেটওয়ার্কে সম্ভাব্য স্বল্প-চাপ পরিস্থিতি নিরসনের জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

এছাড়া ঈদের সময় মহাসড়কে যাত্রীদের যাতায়াতে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার জন্য জ্বালানি সরবরাহের সুবিধার্থে ৭ থেকে ১৮ এপ্রিল সিএনজি স্টেশনগুলো সার্বক্ষণিক খোলা রাখার নির্দেশও দেওয়া হয়েছে।

আরো বলা হয়েছে, ১৯ এপ্রিল থেবে স্বাভাবিক নিয়মে সন্ধ্যা ৬টা হতে রাত ১১টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ থাকবে।