• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

‘বঙ্গবন্ধুর মতো দুই-দুইবার ফাঁসির মোকাবিলা কেউ করেনি’

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৪  

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুর মতো অনেকে হয়তো জেল খেটেছেন। তবে বঙ্গন্ধুর মতো দুই-দুইবার ফাঁসির মোকাবিলা কেউ করেনি।

রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে গণপূর্তমন্ত্রী বলেন, ১৯৬৮ সালে বঙ্গবন্ধুকে গ্রেফতার করে যখন আগরতলা ষড়যন্ত্র মামলায় দেওয়া হয়, তখন তিনি একবার ফাঁসির মোকাবিলা করেছেন। ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্য রাতে বঙ্গবন্ধুকে যখন গ্রেফতার করা হয়, সেই সময় একবার ফাঁসির মোকাবিলা করতে হয়েছে। তখন উনার ফাঁসির আদেশ হয়ে গিয়েছিল। ১৯৬৯ এর গণঅভ্যুত্থান না হলে আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধুর ফাঁসি হয়ে যেতো। উনার বৈশিষ্টপূর্ণ্য দিক ছিল এটাই।

তিনি বলেন, জাতির পিতার ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ বাঙালি জাতিকে মুক্তির মন্ত্রে দীক্ষিত করে একটি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দিয়েছিল। বঙ্গবন্ধু কখনো আর্দশের সঙ্গে, লক্ষ্যের সঙ্গে আপস করেননি। এটা ইতিহাস প্রমাণ করেছে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ শাখাওয়াত হোসেন, পৌরসভার মেয়র নায়ার কবীর প্রমুখ।