• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

বিভিন্ন যানবাহনে অবৈধ স্টিকার ব্যবহার

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২ মে ২০২৪  

বিভিন্ন সংস্থার নামে যানবাহনে অবৈধ স্টিকার ব্যবহারকারীদের দেখা যায় হরহামেশাই। এদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ওয়ারী ট্রাফিক বিভাগ। এ সময় প্রায় অর্ধশত যানবাহনে তল্লাশি চালানো হয়। নানা অভিযোগে আইনের আওতায় আনার পাশাপাশি একাধিক গাড়ি ডাম্পিং করা হয়েছে। আটক করা হয়েছে একজনকে।

মোটরসাইকেলে সাঁটানো প্রেস লেখা এখন অহরহ চোখে পড়ে। কিন্তু এসব মোটরসাইকেল চালকদের কতজন আসলে সংবাদমাধ্যমের সঙ্গে সংশ্লিষ্ট? কোনো কোনো মোটরসাইকেলে থাকে একাধিক প্রতিষ্ঠান/সংস্থার স্টিকার। অথচ এগুলো কোনোটির সঙ্গে সংশ্লিষ্টতা নেই চালকের। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রশ্ন করলে দেওয়া হয় খোঁড়া অজুহাত।

বুধবার ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় যানবাহনে অবৈধ স্টিকার ব্যবহারকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ওয়ারী ট্রাফিক বিভাগ।

এ সময় দেখা গেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, গণমাধ্যম এবং বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠনের নামে অবৈধভাবে স্টিকার ব্যবহার করছেন অনেকে। প্রায় অর্ধশত যানবাহন সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হয়। আটক করা একজনকে।

দেখা গেছে, সেনা কল্যাণ সংস্থায় তেল সরবরাহ করেন দাবি করে এক চালক দিব্যি সংস্থার স্টিকার ব্যবহার করছেন। দাপিয়ে বেড়াচ্ছেন রাজপথ।

ট্রাফিক ওয়ারী বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ আশরাফ ইমাম বলেন, সড়ক-মহাসড়কে এমন স্টিকার ব্যবহারকারীরা বিভ্রান্ত করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। এজন্য অবৈধ এসব স্টিকার ব্যবহারকারীদের ধরতে এবং সতর্ক করতে এ অভিযান চালানো হয়।