• বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৮ ১৪৩১

  • || ০৭ রবিউল আউয়াল ১৪৪৬

আমার ওপর বিশ্বাস রাখুন, আর হামলা হবে না : ড. ইউনূস

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ আগস্ট ২০২৪  

নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমার ওপর বিশ্বাস রাখেন, ভরসা রাখেন, দেশে কারও ওপর আর কোনও হামলা হবে না। বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার পর এক ব্রিফিংয়ে এই অনুরোধ করেন তিনি।
ড. ইউনূস বলেন, দ্বিধাদ্বন্দ্ব ভুলে একসঙ্গে কাজ করার প্রত্যয় নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। নতুন সরকার মানুষের মনে আস্থা ফিরিয়ে আনবে। আজকে আমাদের গৌরবের দিন। যে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ আজ নতুন বিজয় দিবস সৃষ্টি করল সেটাকে সামনে রেখে এবং আরও মজবুত করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে।নোবেল জয়ী এই অর্থনীতিবিদ বলেন, যারা একে সম্ভব করেছে- তরুণ সমাজ- তাদের প্রতি আমি আমার সব প্রশংসা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা এ দেশকে রক্ষা করেছে, এ দেশকে পুনর্জন্ম দিয়েছে এবং এ পুনর্জন্মে যে বাংলাদেশকে পেলাম সেই বাংলাদেশ যেন দ্রুতগতিতে এগিয়ে যেতে পারে, সেটাই আমাদের শপথ। সেটা আমরা রক্ষা করতে চাই।আবু সাঈদের কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে তিনি বলেন, আজকে আবু সাঈদের কথা মনে পড়ছে আমাদের। যে আবু সাঈদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে। কী অবিশ্বাস্য এক সাহসী যুবক। বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে। তারপর থেকে আর কোনো যুবক-যুবতী হার মানেনি, সামনে এগিয়ে গেছে। তারা বলেছে, যত গুলি মারো মারতে পারো, আমরা আছি। যার কারণে এই আন্দোলন সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে এবং বাংলাদেশে দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে।