• শুক্রবার ১১ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ২৫ ১৪৩১

  • || ০৬ রবিউস সানি ১৪৪৬

বিসিএস ৩০তম প্রশাসন ক্যাডারে সভাপতি শুভ, সম্পাদক তৌছিফ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৪  

বদরুদ্দোজা শুভকে সভাপতি ও তৌছিফ আহমেদকে সাধারণ সম্পাদক করে বিসিএস ৩০তম (প্রশাসন) ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত হয়েছে। এ কমিটি আগামী দুই বছর (২০২৪-২৬) দায়িত্ব পালন করবে।

রোববার (১৫ সেপ্টেম্বর) সংগঠনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ।কমিটির অন্যরা হলেন– সহ সভাপতি মোস্তফা মনোয়ার, মাসফাকুর রহমান ও পুরবী গোলদার; যুগ্ম সম্পাদক রুবায়েত হাসান শিপলু ও জেবুন নাহার শাম্মী; কোষাধ্যক্ষ কাজী আরিফুর রহমান, উপ-কোষাধ্যক্ষ এম. সেলিম শাহনেওয়াজ, সাংগঠনিক সম্পাদক নিলুফা ইয়াসমিন, সহ সাংগঠনিক সম্পাদক মোহসীন মৃধা ও ফয়সাল জহুর।

এ ছাড়া গবেষণা সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক নাজমুল আলম, সাংস্কৃতিক সম্পাদক বারিউল করিম খান, আইন সম্পাদক জাকির হোসেন, কল্যাণ সম্পাদক নাহিদ সুলতানা, আপ্যায়ন সম্পাদক হুমায়ুন কবীর, আইসিটি সম্পাদক রায়হান আহমেদ ও দপ্তর সম্পাদক শামীমুর রহমান। পাশাপাশি ১১ জনকে কমিটির কার্যনির্বাহী সদস্য করা হয়েছে।