• শুক্রবার ১১ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ২৫ ১৪৩১

  • || ০৬ রবিউস সানি ১৪৪৬

নতুন দুই উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ পেল জাবি

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৪  

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নতুন দুই উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

বুধবার (১৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব শাহীনুর ইসলাম স্বাক্ষরিত পৃথক তিনটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ দেওয়া হয়। 

নিয়োগপ্রাপ্তরা হলেন, উপ-উপাচার্য (প্রশাসন) পদে বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সোহেল আহমেদ, উপ-উপাচার্য (শিক্ষা) পদে উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক মাহফুজুর রহমান এবং কোষাধ্যক্ষ পদে গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের ডিন ও গণিত বিভাগের অধ্যাপক আব্দুর রব।

গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালানোর পর তার সরকারের সময় বিভিন্ন পদে নিয়োগ পাওয়া ব্যক্তিরা পদত্যাগ করতে থাকেন। এর ধারাবাহিকতায় ৭ আগস্ট জাবির উপাচার্য, ১৩ আগস্ট উপ-উপাচার্য (শিক্ষা) এবং ১৯ আগস্ট উপ-উপাচার্য (প্রশাসন) ও কোষাধ্যক্ষ পদত্যাগ করেন।