• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

‘বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে’ 

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ আগস্ট ২০২১  

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, যত সময় লাগুক না কেন বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে। আমাদের কাছে খুনিদের সম্পর্কে যে তথ্য আছে তার ভিত্তিতেই তাদের দেশে ফিরিয়ে আনতে উদ্যোগ অব্যাহত রয়েছে।

শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী পালনের প্রস্তুতি সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন।

আওয়ামী লীগকে গণতান্ত্রিক দল আখ্যায়িত করে অ্যাডভোকেট আনিসুল হক বলেন, ১৫ আগস্টকে সামনে রেখে শুধুমাত্র শোক পালন করলে চলবে না। বঙ্গবন্ধুর স্বপ্ন ও আদর্শ সবার মাঝে পৌঁছে দিতে হবে।

এসময় করোনা পরিস্থিতির কারণে জাতীয় শোক দিবসে ‘কাঙ্গালি ভোজ’ না করার পরামর্শ দেন আইনমন্ত্রী। একই সঙ্গে করোনার মধ্যে কর্মহীন সেলুন কর্মী ও চায়ের দোকানের কর্মীদের খাদ্য সহায়তা দেওয়ার নির্দেশ দেন মন্ত্রী। 

উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাসেম ভূইয়া, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা আক্তার প্রমুখ।