• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

১ আগস্ট থেকে সুপ্রিম কোর্টে ডিজিটাল হাজিরা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ জুলাই ২০২২  

১ আগস্ট থেকে সুপ্রিম কোর্টে ডিজিটাল হাজিরা                 
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের আগামী ১ আগস্ট থেকে ডিজিটাল (বায়োমেট্রিক) পদ্ধতিতে হাজিরা দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান।
 
তিনি জানান, সুপ্রিম কোর্টের আপিল বিভাগে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারী চলতি বছরের ১ আগস্ট থেকে কর্মস্থলে আসা এবং যাওয়ার সময় ডিজিটাল পদ্ধতিতে হাজিরা দিবেন।

এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিজিটাল (বায়োমেট্রিক) পদ্ধতিতে হাজিরা কার্যকর করার জন্য আগামী ১৮ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত আপিল বিভাগের তথ্যপ্রযুক্তি (আইটি) শাখায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সব কর্মকর্তা-কর্মচারীকে আঙুলের ছাপ নেয়া হবে।