• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
সর্বোচ্চ আদালতের রায়ই আইন হিসেবে গণ্য হবে: জনপ্রশাসনমন্ত্রী। ২৫ জুলাই পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত।

ছাত্রলীগে যুক্ত হলো নতুন ৮ পদ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৩  

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের আকার অপরিবর্তিত রেখে আরো আটটি পদ যুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (১১ এপ্রিল) রাতে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

ছাত্রলীগের নতুন পদগুলো হলো-

১. অটিজম বিষয়ক সম্পাদক
২. মানবাধিকার বিষয়ক সম্পাদক
৩. মাদ্রাসা শিক্ষা বিষয়ক সম্পাদক
৪. কারিগরি শিক্ষা বিষয়ক সম্পাদক
৫. ছাত্রী ও নারী উন্নয়ন বিষয়ক সম্পাদক
৬. টেকসই উন্নয়ন লক্ষ্য (SDG) বিষয়ক সম্পাদক
৭. উদ্যোক্তা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক
৮. সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়ক সম্পাদক

এ বিষয়ে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন গণমাধ্যমকে বলেন, বর্তমান বাস্তবতার সঙ্গে মিল রেখে আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে এসব পদ যুক্ত করা হয়েছে। পূর্ণাঙ্গ কমিটিতে এসব পদে মনোনয়ন দেওয়া হবে।