• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৮ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

মামলার রায়ের পরেও বিবাদী পক্ষ জমিতে গাছ লাগানোর চেষ্টা করছে

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০১৯  

দিনাজপুরের ঘোড়াঘাটে বাদী পক্ষ মামলার রায় পাওয়ার পরেও বিবাদী পক্ষ নালিশী জমিতে গাছ লাগানোর চেষ্টা করছে।

জানা যায়, দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার বিশাইনাতপুর গ্রামের মৃত্যু আব্দুর রশিদের পুত্র দিলজার রহমান পৈত্রিক সূত্রে প্রাপ্ত একই মৌজার ১০ নং খতিয়ানভূক্ত ৪৫০ দাগে ২৭ শতক জমির মধ্যে ০৫ শতক জমি দীর্ঘ দিন যাবত ভোগ দখল করে আসছে। এর ফাকে গত ১৭/০৯/২০১২ইং তারিখে দিলজার রহমান উক্ত জমি তার স্ত্রী মোছাঃ ছিদ্দিকা  খাতুনের নামে দানপত্র দলিল করে দেন। যার দলিল নং ২১৭৭। এর মাঝে দিলজারের চাচাতো ভাই এনামুল  সহ তার লোকজন উক্ত জমির অংশীদারী দাবী করে দখল করার চেষ্টা করে। যার ফলে দিলজার বাদী হয়ে দিনাজপুর আদালতে মামলা দায়ের করে। মামলা নং- ৩৪/১৩। মামলাটি দীর্ঘ দিন চলার পর গত ২৮/১০/২০১৫ইং তারিখে দিলজার রহমানের পক্ষে রায় হয়। রায়ের পর এনামুল উক্ত রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেন।

জানা যায়, আপিলের কোন পক্ষে রায় না হতেই এনামুল ও তার লোকজন উক্ত জমিতে গাছ লাগানোর চেষ্টা করছে। বিবাদী পক্ষের লোকজন দিলজার রহমানকে হুমকী ধুমকী দিয়ে আসছে। যার ফলে দিলজার রহমান ঘোড়াঘাট থানায় বিবাদী পক্ষের বিরুদ্ধে আবারও লিখিত অভিযোগ দায়ের করেছে।