• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৮ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

রংপুরে নাশকতার পরিকল্পনাকারী পাঁচ উগ্রপন্থী সন্ত্রাসীকে আটক

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ অক্টোবর ২০১৯  

পবিত্র ঈদে মিলাদুন্নবীকে ঘিরে রংপুরে নাশকতার পরিকল্পনাকারী পাঁচ উগ্রপন্থী সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব-১৩।

আটককৃতরা হলেন- গাইবান্ধা সদর উপজেলার কূপতলা গ্রামের আল শাহরিয়া হালিম (৩১), পলাশবাড়ীর গাড়ানাটা গ্রামের শাহ মো. ফেরদৌস তাজিম (৩৩), রংপুর মহানগরের পশ্চিম বাবুখাঁ এলাকার মনোয়ার হোসেন বিপ্লব (৩৬), রিজমুল আলম (৪৫) এবং আবুল কালাম আজাদ (৩৬)।

রোববার (২০ অক্টোবর) বিকেলে রংপুর সদর দপ্তরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অধিনায়ক রেজা আহম্মেদ ফেরদৌস।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার (১৯ অক্টোবর) রাতে রংপুর মহানগরের আলমনগর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে উগ্রপন্থী সন্ত্রাসী দলের সক্রিয় সদস্য আল শাহরিয়ার হালিম ও শাহ মো. ফেরদৌস তাজিমসহ পাঁচজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে বিপুল পরিমাণে উগ্রবাদী বই, লিফলেট, একটি ল্যাপটপ, দুটি পেনড্রাইভ ও পাঁচটি মোবাইল ফোনসহ আটটি সিমকার্ড উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আগামী ১০ নভেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবীকে ঘিরে নাশকতার পরিকল্পনা করার জন্য একত্রিত হয়েছিলেন আটককৃতরা। তাদের নামে বিভিন্ন মামলা রয়েছে।