• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

বিদ্যুৎ আমদানিতে ব্যবহার করা যাবে ভারতের ভূখণ্ড

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০১৮  

ভারতের ভূখণ্ড ব্যবহার করে নেপাল ও ভুটান থেকে বিদ্যুৎ আমদানি করতে পারবে বাংলাদেশ। সম্প্রতি ভারত সরকার বিদ্যুৎ আমদানি/রফতানি (ক্রস বর্ডার) নীতিমালার একটি ধারা সংশোধন করায় এই সুযোগ তৈরি হয়েছে।

আগে ভারতের মধ্য দিয়ে তৃতীয় কোনো দেশ থেকে বিদ্যুৎ আমদানি করতে হলে ভারতের কোনো কোম্পানি বা সংস্থার মাধ্যমে আনতে হত। নীতিমালা সংশোধনের ফলে এখন সরাসরি নেপাল বা ভুটান থেকে বাংলাদেশ বিদ্যুৎ আমদানি করতে পারবে। এ প্রক্রিয়ায় শুধু সঞ্চালন লাইন ব্যবহারের জন্য ভারতের সঙ্গে চুক্তি করতে হবে।

বিদ্যুৎ সচিব আহমদ কায়কাউস এ বিষয়ে বলেন, ভারতের এই উদ্যোগে প্রতিবেশী দেশগুলো থেকে বাংলাদেশের বিদ্যুৎ আমদানির প্রক্রিয়া সহজ হবে। এতে অন্য দেশ থেকে আরো দ্রুত বিদ্যুৎ আসবে বাংলাদেশে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভারত বিদ্যুৎ আমদানি/রফতানি (ক্রস বর্ডার) নির্দেশিকা-২০১৮ গত ১৮ ডিসেম্বর ২০১৮ তারিখে প্রকাশ করেছে। নতুন এ নির্দেশিকা অনুমোদিত হওয়ায় বাংলাদেশ প্রতিবেশি দেশগুলো থেকে ভারতের ভূখণ্ড ব্যবহার করে বিদ্যুৎ আমদানি করতে পারবে।

ভারতের ‘ক্রস বর্ডার ট্রেড অব ইলেক্ট্রিসিটি’ (৫ ডিসেম্বর ২০১৬)-এর নির্দেশিকার ৩.১ ধারায় ছিল, ভারত ও প্রতিবেশি দেশগুলোর মধ্যে যেকোনো ক্রস বর্ডার লেনদেন ভারতীয় সত্তা (Indian Entity)/সংস্থা এবং সংশ্লিষ্ট দেশের কোন সত্তা/সংস্থার সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে অনুমোদিত হবে যা দেশগুলোর মধ্যে সামগ্রিক কাঠামোর অধীনে চুক্তি দ্বারা স্বাক্ষরিত।

এই ধারাটি সম্প্রতি সংশোধন করে প্রকাশিত নির্দেশিকায় বলা হয়েছে, দু’টি আলাদা দেশ নিজেদের মধ্যেও বিদ্যুৎ কেনাবেচা করতে পারবে যেখানে ভারত ত্রিপাক্ষিক চুক্তি দ্বারা তাতে অংশগ্রহণ বা অনুমোদন করবে।

ইতিমধ্যে জলবিদ্যুৎ আমদানির বিষয়ে নেপালের সাথে সমঝোতা চুক্তি সই করেছে বাংলাদশ। গত অগাস্টে কাঠমান্ডুতে ওই সমঝোতা সইয়ের পর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সাংবাদিকদের বলেছিলেন, আমরা অল্প পয়সায় বিদ্যুৎ পাব। আগামী ১০ বছরের মধ্যে পাঁচ হাজার মেগাওয়াট বিদ্যুৎ আমদানির পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, আঞ্চলিক সহযোগিতার কাঠামোর মধ্যে বিদ্যুৎ খাতে পারস্পারিক সহযোগিতার জন্য বাংলাদেশ ও ভারতের মধ্যে গঠিত জয়েন্ট স্ট্রিয়ারিং কমিটির সভায় নেপাল বা ভুটান (বা প্রতিবেশি দেশ) থেকে ভারতের ভূখণ্ড ব্যবহার করে আমদানির বিষয় বারবার আলোচনা হয়। ইতিমধ্যে নেপালের সঙ্গে বাংলাদেশের বিদ্যুৎ আমদানি সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।