• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

দোহায় এলডিসি-৫ সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২২  

দোহায় এলডিসি-৫ সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ                     
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাষ্ট্রদূত রাবাব ফাতিমা।

নিউইয়র্ক স্থানীয় সময় গত বুধবার হোটেল লোটে প্যালেসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) এক টুইট বার্তায় জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

টুইটে বলা হয়, সাক্ষাতে প্রধানমন্ত্রীকে আন্ডার সেক্রেটারি জেনারেল আগামী বছর দোহায় আসন্ন এলডিসি-৫ সম্মেলনে আমন্ত্রণ জানান।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত নিয়ে টুইট করেন রাষ্ট্রদূত রাবাব ফাতিমাও। টুইটে ফাতিমা লিখেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ বিশেষ সম্মানের। স্বল্পোন্নত দেশ (এলডিসি), স্থলবেষ্টিত উন্নয়নশীল দেশ (এলএলডিসি) ও ক্ষুদ্র দ্বীপপুঞ্জের উন্নয়নশীল দেশের (এসআইডিএস) প্রতি অটল সমর্থনের জন্য তাকে ধন্যবাদ জানাই। ২০২৬ সালে বাংলাদেশ এলডিসি থেকে বের হয়ে যাওয়ার ক্ষেত্রে ইউএওএইচআরএলএলএস-এর সমর্থন অব্যাহত থাকবে।  

চলতি বছরের জুন মাসে জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমাকে সংস্থাটির আন্ডার সেক্রেটারি জেনারেল করা হয়। রাবাব ফাতিমা স্বল্পোন্নত দেশ (এলডিসি), স্থলবেষ্টিত উন্নয়নশীল দেশ (এলএলডিসি) ও ক্ষুদ্র দ্বীপপুঞ্জের উন্নয়নশীল দেশের (এসআইডিএস) জ্যেষ্ঠ প্রতিনিধি হিসেবে নিয়োগ পান।