• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

করোনাভাইরাসে হাবিপ্রবির দুই কর্মচারীর মৃত্যু 

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩ জুলাই ২০২১  

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একই দিনে মারা গেলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) দুই কর্মচারী। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা শাখার কর্মকর্তা মুহিউদ্দিন নুর। 

মৃতরা হলেন- বিশ্ববিদ্যালয়ের পিকআপ ভ্যানচালক (মাস্টাররোল) মো. মঞ্জুরুল ইসলাম এবং নিরাপত্তাকর্মী আবু বক্কর। 
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার (০২ জুলাই) রাত ১০টায় পিকআপ ভ্যানচালক মো. মঞ্জুরুল ইসলাম এবং রাত সোয়া ১১টায় নিরাপত্তাকর্মী আবু বক্কর মারা যান।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একই দিনে বিশ্ববিদ্যালয়ের দুজন কর্মচারীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন উপাচার্য প্রফেসর ড. এম. কামরুজ্জামান। মঞ্জুরুল ইসলাম ও আবু বক্করের অকাল মৃত্যুতে তিনি তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

উল্লেখ্য, করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাবধানতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।