• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

শিক্ষার্থী নিয়ে বিভাগীয় শহরে বেরোবি’র বাস যাবে ১২-১৪ জুলাই       

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ জুলাই ২০২১  


সরকার ঘোষিত চলমান কঠোর লকডাউনে রংপুরে অবস্থানরত শিক্ষার্থীদের বিশেষ পরিবহন সেবা দেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর অংশ হিসেবে আগামী ১২, ১৩ ও ১৪ জুলাই বিভিন্ন বিভাগীয় শহরের উদ্দেশ্যে ক্যাম্পাস থেকে গাড়ি ছেড়ে যাবে।

বৃহস্পতিবার (০৮ জুলাই) দুপুরে উপাচার্য প্রফেসর ড. মো হাসিবুর রশীদের সভাপতিত্বে অনলাইনে অনুষ্ঠিত ডিনস কমিটির সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

ছাত্রছাত্রীদের যাত্রার রুট বিন্যাসসহ বিস্তারিত তথ্য যথাসময়ে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েব সাইটে (www.brur.ac.bd) জানানো হবে। 

উল্লেখ্য, পরিবহন সেবা পেতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য বিশ^বিদ্যালয়ের নিজস্ব ওয়েব সাইটে নির্দিষ্ট ফরমে তথ্য সংগ্রহ চলছে। ০৯ জুলাই ২০২১ রাত ১২টার মধ্যে আগ্রহী ছাত্রছাত্রীদেরকে তথ্য প্রদান করতে হবে।