• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

সেশনজট কমাতে বেরোবি-র শীতকালীন ছুটি বাতিল

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২১  

করোনো ভাইরাসের প্রাদুর্ভাবে সৃষ্ট সেশনজট নিরসনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শীতকালীন ছুটি বাতিল করা হয়েছে। মঙ্গলবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের সেশনজটের ক্ষতি পুষিয়ে নিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১৯ থেকে ৩০ ডিসেম্বরের শীতকালীন ছুটি (বড়দিনের ছুটি ব্যতিত) বাতিল করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত ডিনস কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।একাডেমিক কার্যক্রমের পাশাপাশি প্রশাসনিক কর্মকাণ্ড এগিয়ে নিতে ১৯ থেকে ২৮ ডিসেম্বরের অফিস ছুটিও বাতিল করা হয়।