• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

হাবিপ্রবিতে স্নাতক ১ম বর্ষে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২১  

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( হাবিপ্রবি) ২০২১ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। গতকাল ২৬ ডিসেম্বর (রোববার) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নির্বাচিত এবং অপেক্ষামাণ শিক্ষার্থীদের এই তালিকা প্রকাশিত হয়েছে । 

নির্বাচিত শিক্ষার্থীদের জিএসটি গুচ্ছভুক্ত এ ইউনিটের ভর্তি কার্যক্রম আগামী ৬ জানুয়ারি সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে এবং জিএসটি গুচ্ছভুক্ত বি এবং সি ইউনিটের ভর্তি কার্যক্রম ৯ জানুয়ারি সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরবর্তীতে আসন ফাঁকা থাকা সাপেক্ষে অপেক্ষমাণ শিক্ষার্থীরা রিপোর্টিং এবং ভর্তির সুযোগ পাবে। এক্ষেত্রে রিপোর্টিং ব্যতীত অপেক্ষমাণ তালিকার কোনো শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে না বলে জানা গেছে। 

বিজ্ঞপ্তি অনুসারে জানা যায়, ২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে এবং ২৪ জানুয়ারি হতে ক্লাস শুরু হবে।

উল্লেখ্য, ফলাফল এবং ভর্তির অন্যান্য বিষয়ে বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.hstu.ac.bd) পাওয়া যাবে।