• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

বেরোবিতে মঙ্গলবার থেকে ঈদের ছুটি শুরু

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২২  

শব-ই-কদর, জুমাতুল বিদা, মে দিবস, পবিত্র ঈদ-উল-ফিতর, গ্রীষ্মকালীন অবকাশ ও বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে আগামী মঙ্গলবার (২৬ এপ্রিল) থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে অফিস ও ক্লাস-পরীক্ষা ছুটি ঘোষণা করা হয়েছে। ছুটি শেষে আগামী ১৫ মে হতে যথারীতি অফিসসমূহ খুলবে এবং ১৭ মে হতে ক্লাস ও পরীক্ষা চলবে।

এবছর বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে ১৫ মে-এর পরিবর্তে ১৬ মে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। উল্লিখিত ছুটিকালীন বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ খোলা থাকবে।  

বিশ্ববিদ্যালয় উপ-পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ আলী জানান, উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদের সভাপতিত্বে অনলাইনে অনুষ্ঠিত সিন্ডিকেটের ৮৬তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।