• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

বেরোবিতে আনন্দঘন পরিবেশে পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ জুন ২০২২  

বহুল প্রতীক্ষিত স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধন সারাদেশের মতো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরেও আনন্দঘন পরিবেশে উদযাপন করা হয়েছে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু উপহার দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে শনিবার (২৫ জুন, ২০২২) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদের নেতৃত্বে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। 

প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা উপস্থিত ছিলেন।

বাংলাদেশের ইতিহাসে যোগাযোগের নতুন দিগন্ত উন্মোচনের এই মাহেন্দ্রক্ষণে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুলেল শ্রদ্ধা জানান উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ ও উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা।

ঐতিহাসিক এই মুহুর্তকে স্মরণীয় করে রাখতে কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় দেশের আত্মমর্যাদা ও গৌরবের প্রতীক পদ্মা সেতু উদ্বোধনের সরাসরি সম্প্রচার বড় পর্দায় প্রদর্শনের ব্যবস্থা করা হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক, বহিরাঙ্গন কার্যক্রম দপ্তরের পরিচালক, সেন্টার ফর ডিজিটাল ট্রান্সফরমেশনের পরিচালক, ক্যাফেটেরিয়ার পরিচালক, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।