• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

২০২৩ সালের এসএসসি পরীক্ষা এপ্রিলে, জুনে এইচএসসি

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২২  

২০২৩ সালের এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে শুরু না হয়ে এপ্রিলে ও এইচএসসি পরীক্ষা এপ্রিলের বদলে আয়োজন করা হতে পারে জুনে। এ লক্ষ্য নিয়েই পরীক্ষার প্রস্তুতি শুরু হয়েছে বলে জানিয়েছে আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় সাব-কমিটি।

জানা গেছে, ২০২৩ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা ঈদুল ফিতরের পর অর্থাৎ এপ্রিলের শেষ দিকে আয়োজন করা হতে পারে। এর দুই মাস পর অর্থাৎ জুনের শেষদিকে এইচএসসি ও সমমানের পরীক্ষা আয়োজন করা হবে। মন্ত্রণালয়ের সভায় পরীক্ষার সূচির বিষয়টি চূড়ান্ত হবে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি তপন কুমার সরকার বলেন, নির্ধারিত সময়ের চেয়ে দুই মাস করে পিছিয়ে ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা আয়োজন করা হতে পারে। শিক্ষা মন্ত্রণালয়ের সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

তিনি আরো বলেন, দুই মাস ব্যবধানে এসএসসি ও এইচএসসি পরীক্ষার খসড়া পরীক্ষার রুটিন তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ে দেওয়া হবে। মন্ত্রণালয় থেকে অনুমোদন দেওয়া হলে সেটি প্রকাশ করা হবে।