• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

বেরোবিতে অধিকার সুরক্ষা পরিষদের কমিটি ঘোষণা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৪ নভেম্বর ২০২২  

বেরোবিতে অধিকার সুরক্ষা পরিষদের কমিটি ঘোষণা                       
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বৃহৎ সংগঠন অধিকার সুরক্ষা পরিষদের আগামী দুই বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ড. মতিউর রহমানকে সভাপতি ও জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আলীকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। 

গতকাল বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় অনুষ্ঠিত অধিকার সুরক্ষা পরিষদের সাধারণ সভায় কলা অনুষদের ডিন প্রফেসর ড. তুহিন ওয়াদুদ গঠনতন্ত্র অনুযায়ী আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করেন। 

সদস্যবৃন্দের কণ্ঠভোটে নির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি পদে প্রফেসর ড. গাজী মাজহারুল আনোয়ার, প্রফেসর ড. তুহিন ওয়াদুদ, যুগ্ম সম্পাদক পদে এস এম আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক পদে ড. বিজন মোহন চাকী, সহ-সাংঠনিক সম্পাদক পদে আবু তাহের মোস্তফা আল আরিফ ও নুর আলম মিয়া, অর্থ সম্পাদক পদে সৈয়দ আনোয়ারুল আজিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মাহামুদুল হক, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মোর্শেদ উল আলম রনি, দপ্তর সম্পাদক পদে রবিউল ইসলাম প্রমুখ।

এছাড়া সদস্য পদে ড. নিতাই কুমার ঘোষ, এইচ. এম. তারিকুল ইসলাম, বেলাল উদ্দিন, এ. টি. জি. এম গোলাম ফিরোজ, ফিরোজুল ইসলাম, জাহেদুর রহমান,  মাহবুবার রহমান, শাহীন বেগ  ও  মাসুম খান মনোনীত হয়েছেন। 

সভার শুরুতে জেলহত্যা দিবস উপলক্ষে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরআগে অধিকার সুরক্ষা পরিষদের উদ্যোগে জেলহত্যা দিবস উপলক্ষে জাতীয় চার নেতাসহ সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়।