• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

বেরোবিতে সিরাজগঞ্জ জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি প্রকাশ    

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ এপ্রিল ২০২৩  

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) সিরাজগঞ্জ জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন হয়েছে । শুক্রবার (৩১ মার্চ) সাবেক সভাপতি ইশতিয়াক ইসলাম খান এবং সাবেক সাধারণ সম্পাদক তানজিন তিথি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয় । নতুন কমিটিতে সভাপতি হিসেবে মাহমুদ- আল ফয়সাল এবং সাধারণ সম্পাদক শান্ত ইব্রাহিম নির্বাচিত হন।

এছাড়াও নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মোঃ তানভীর, মোঃ শফিকুল ইসলাম শুভ , মোঃ সুমন ,মোছা: সুজানা ইসলাম । যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ রবিউল ইসলাম ,মোঃ রাকিবুল ইসলাম, মোঃ সালাউদ্দিন । কোষাধ্যক্ষ রাইয়ান আহমেদ শাওন, মোঃ আল আমিন( হিমু)। সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম সুমন,ইসরাত জাহান স্বর্ণা, মোঃ ইয়ামিন সরকার, মোঃ নাঈম হোসাইন, মোঃ আকাশ আলী। নারী বিষয়ক সম্পাদক:আলিফা মেহজাবিন

উপদেষ্টা:হাবিবুর রহমান, মোহাম্মদ জসিম উদ্দিন,ডা. নিতাই কুমার ঘোষ, শাম্মী ইসলাম, মোহাম্মদ মনিরুজ্জামান, মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহবুব। ছাত্র উপদেষ্টা:সুব্রত ঘোষ,মোঃ ফয়সাল আহমেদ, ইশতিয়াক ইসলাম খান, তানজিন তিথি।

বর্তমান সভাপতি, মাহমুদ আল ফয়সাল বলেন, উত্তরের বাতিঘর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সিরাজগঞ্জ জেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি মনোনীত করায় উপদেষ্টামন্ডলীসহ সকলকে ধন্যবাদ। সবাইকে সাথে নিয়ে একযোগে কাজ করে সংগঠনকে আরো একধাপ এগিয়ে নিয়ে যাতে চাই। সকলের নিকট দোয়াপ্রার্থী। দায়িত্ব আরও একধাপ বেড়ে গেলো।সকলের কাছে দোয়া চাই যেন সুষ্ঠুভাবে অর্পিত দায়িত্ব পালন করতে পারি। সেইসাথে কমিটিতে দায়িত্বপ্রাপ্ত সকলকে অভিনন্দন। খুব দ্রুতই পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হবে।

সাধারণ সম্পাদক শান্ত ইব্রাহিম বলেন, উত্তর বঙ্গের সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুর এর সিরাজগঞ্জ জেলা ছাত্র কল্যাণ সমিতি এর সাধারণ সম্পাদক করায় সকলের প্রতি কৃতজ্ঞ। আপনাদের ভালবাসা ও সম্মান অক্ষুন্ন রেখে৷ নিজের মেধা ও শ্রম দিয়ে৷ এক সাথে পথ চলব। কমিটির সবাই কে শুভেচ্ছা ও অভিনন্দন।