• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

নুহাশ পল্লীতে হুমায়ূন আহমেদের জন্মদিন আয়োজন

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০১৯  

নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭১ তম জন্মদিন আজ। তিনি একাধারে বাংলা সাহিত্য, নাটক, চলচ্চিত্র ও গান রচনা করে পাঠক ও দর্শকের কাছে ছিলেন সমানভাবে সমাদৃত।

এদিকে, রাত ১২টা ১ মিনিটে মোমবাতি প্রজ্জ্বলনের মধ্যদিয়ে হিমু স্রষ্টার জন্মদিনের আয়োজন শুরু হয়।

সকালে কবরে ফুল দিয়ে, পায়রা উড়িয়ে ও কেক কেটে পালন করা হয় হুমায়ূন আহমেদের জন্মদিন। নুহাশপল্লীর ব্যবস্থাপক সাইফুল ইসলাম বুলবুল জানান, হুমায়ূন আহমেদের জম্মবার্ষিকী উপলক্ষে নুহাশপল্লীতে রাতে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। এছাড়া কেককাটা, শিল্পকর্ম প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী নানা আয়োজন রয়েছে।

সকাল থেকেই নুহাশ পল্লীতে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন সাংবাদিক, লেখক, সাহিত্যিকসহ নানা শ্রেণি পেশার মানুষ। এছাড়া হুমায়ূন আহমেদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কেন্দুয়া থানার কুতুবপুর গ্রামে জন্মগ্রহন করেন হুমায়ুন আহমেদ। তার ডাক নাম ছিল কাজল। বাবার রাখা তার প্রথম নাম শামসুর রহমান। পরে তিনিই ছেলে নাম বদলে রাখেন হুমায়ূন আহমেদ।

দূরারোগ্য ক্যান্সারে ভুগে ২০১২ সালের ১৯ জুলাই হুমায়ুন আহমেদ মৃত্যুবরন করেন। এরপর গাজীপুরের নুহাশ পল্লীতে তাকে সমাহিত করা হয়।