• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

ঢাকায় পূজা করবেন মিথিলা, চমক দেবেন সৃজিত

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ অক্টোবর ২০২১  

শারদীয় দুর্গাপূজার আর কিছুদিন বাকি। কলকাতার মার্কেটগুলোতে সাজ সাজ রব। ধারণা ছিল, এ সময়টাতে বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা থাকবেন কলকাতায়। কিন্তু না পূজাতে ঢাকাতেই থাকতে হচ্ছে মিথিলাকে।

মিথিলার স্বামী সৃজিত মুখার্জি এবারের দুর্গাপূজায় মুম্বাইয়ে থাকবেন। সে কারণে মন খারাপ এড়াতে এবার ঢাকায় পূজা করবেন অভিনেত্রী। তবে মুম্বাই থেকে সৃজিত সরাসরি বাংলাদেশে আসবেন বলে জানিয়েছেন এ অভিনেত্রী।

মিথিলা জানিয়েছেন, মা আর বোনের জন্য কলকাতা থেকে শাড়ি কিনেছি। আয়রার জন্য আমাকে আর কিছুই কেনাকাটা করতে হয়নি। কত কত উপহার পেয়েছে সে! নিজের জন্যও কিছুই কেনা হয়নি।

সৃজিতের পূজার কেনাকাটা বাংলাদেশেই হবে বলে জানিয়েছেন রাফিয়াথ রশিদ মিথিলা। তিনি বলেন, বাংলাদেশে গিয়ে কেনাকাটা না করে সৃজিত থাকতেই পারে না। ওর পূজার ঢাকা থেকেই করবো।

বর্তমানে সৃজিত ব্যস্ত আছেন ভারতীয় নারী ক্রিকেটের আইকন মিতালি রাজের আলোচিত বায়োপিক ‘সাবাশ মিতু’ নির্মাণে।

প্রসঙ্গত, ২০১৯ সালের ৬ ডিসেম্বর বিয়ে করেন সৃজিত-মিথিলা। গত দুই বছর দুর্গাপূজাতে কলকাতা ছিলেন মিথিলা। সেবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছ থেকে শাড়ি উপহার পেয়েছিলেন তিনি।