• রোববার ০৪ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২১ ১৪৩০

  • || ১৪ জ্বিলকদ ১৪৪৪

সর্বশেষ:
রেল দুর্ঘটনা রোধে সবাইকে সতর্ক থাকতে হবে: প্রধানমন্ত্রী মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: র‍্যাব ডিজি দা‌য়িত্ব পালনে ত্রিপলিতে বাংলাদেশের নব‌নিযুক্ত রাষ্ট্রদূত সরকারের পদক্ষেপের ফলে দেশে চায়ের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে বাজেটে সামাজিক নিরাপত্তা বাড়াচ্ছি: পরিকল্পনামন্ত্রী

ছবির প্রচারণায় গিয়ে সুখবর জানালেন নুসরাত ফারিয়া

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২২  

‘পটাকা’ ,‘আমি চাই থাকতে’, ও ‘হাবিবি’ গান দিয়ে অভিনেত্রী থেকে গায়িকা বনে যান ঢাকাইয়া সিনেমার নায়িকা নুসরাত ফারিয়া। তারই ধারাবাহিকতায় এবার আরো একটি গান নিয়ে হাজির হচ্ছেন এই নায়িকা।

রোববার (১৮ সেপ্টেম্বর) বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) তার অভিনীত সিনেমা ‘অপারেশন সুন্দরবন’ এর প্রচারণায় হাজির হন। সেখানেই ভক্তদের এই সুখবরটি দিলেন নুসরাত ফারিয়া।

তিনি বলেন, এ বছর আমার আরো একটি নতুন গান আসছে। ব্যস্ততার কারণে আমার আসলে এক বছর লেগে যাই একটা গান তৈরি করতে। আর আমি বিশ্বাস করি কাজ ভালো না হলে সেই কষ্টটাই বৃথা।

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবনকে দস্যুমুক্ত করতে র‍্যাবের দুঃসাহসিক অভিযান নিয়ে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন দীপংকর দীপন। এটি বন্যজীবন নিয়ে বাংলাদেশের প্রথম রোমাঞ্চকর সিনেমা। আগামী ২৩ সেপ্টেম্বর সারাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘অপারেশন সুন্দরবন’।

র‍্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড প্রযোজিত এই ছবিতে অভিনয় করেছেন রিয়াজ, সিয়াম, রোশান, নুসরাত ফারিয়া, দর্শনা বণিক, শতাব্দী ওয়াদুদ, মনির খান শিমুল, তাসকিন রহমান, মনোজ প্রামাণিক প্রমুখ।