• মঙ্গলবার ০৫ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ১৯ ১৪৩০

  • || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের অর্থনীতিতে বস্ত্রখাতের অবদান অপরিসীম: প্রধানমন্ত্রী পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস কুড়িগ্রামে কবর খুঁড়তেই বেরিয়ে এলো সাদা কাপড়ে মোড়ানো পুতুল-তাবিজ গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে পাঁচজনকে গ্রেফতার রংপুরে স্পিকার, বাণিজ্যমন্ত্রীসহ ১৫ প্রার্থীর মনোনয়ন বৈধ

রোহিতের ‘লেডি সিংহাম’ দীপিকা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১২ আগস্ট ২০২৩  

বলিউডের পরিচালক রোহিত শেঠি। ‘কপ ইউনিভার্সে’ এবার তার নতুন সংযোজন। নতুন সিংহামের গল্পে থাকছে এক নারী কর্মকর্তা। এই চরিত্রে অভিনয় করছেন আর কেউ নন,  দীপিকা পাড়ুকোন। এবারের সিনেমার নাম রাখা হয়েছে ‘সিংহাম এগেইন’। এ ছবিতে আবারও ‘সিংহাম’ হয়ে ধরা দেবেন অজয় দেবগন।

অজয় এর আগেও রোহিত শেঠির কপ ইউনিভার্সের অংশ হিসেবে ‘সিংহাম’ এবং ‘সিংহাম ২’ ছবিতে কাজ করেছেন। নতুন সিংহামে এবার অজয়ের বোনের ভূমিকায় অভিনয় করছেন দীপিকা। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, এরই মধ্যে অ্যাকশন প্যাকড অংশের দৃশ্য ধারণের জন্য দীপিকা প্রস্তুতিও নিয়েছেন। হয়েছে লুক টেস্টও। এ ছবিতে দীপিকার উপস্থিতির ব্যাপকতাও রয়েছে; যার কারণে দীপিকা রোহিত শেঠিকে টানা ৩৫ দিনের শিডিউল দিয়েছেন।

এর আগে ২০১৩ সালে রোহিতের ‘চেন্নাই এক্সপ্রেস’ সিনেমায় অভিনয় করেন দীপিকা। এরপর রণবীর সিং অভিনীত ‘সার্কাস’ সিনেমার একটি গানে দেখা যায় তাকে। ‘সিংহাম এগেইন’ ছবিতে এবার অতিথি চরিত্রে হাজির হচ্ছেন টাইগার শ্রফ। 

সিংহামের সঙ্গে তিনি রোহিত শেঠির কপ ইউনিভার্সে প্রবেশ করবেন। আগামী মাস থেকে ছবিটির টানা দৃশ্যধারণ হবে। এ ছাড়া আগামী বছরের আগস্টে সিনেমাটি মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা রোহিত শেঠি।