• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
সর্বোচ্চ আদালতের রায়ই আইন হিসেবে গণ্য হবে: জনপ্রশাসনমন্ত্রী। ২৫ জুলাই পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত।

মুক্তির আগেই ফাঁস ‘জওয়ান’ সিনেমা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৩  

এক মাসের তর সইলো না! এর মধ্যেই অনলাইনে ফাঁস হয়ে গেল একাধিক দৃশ্য। শাহরুখ খানের সিনেমা ‘জওয়ান’-এর আনুষ্ঠানিক ঘোষণার পর থেকেই মুখিয়ে ছিলেন দর্শক। গত ১০ জুলাই ছবির প্রিভিউ মুক্তি পাওয়ার পর সেই উদ্দীপনা আরো বেড়ে যায়। আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে জওয়ান। 

টুইটারে রীতিমত ভাইরাল হয়েছে জওয়ান সিনের কিছু দৃশ্য। এখন ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট অনুযায়ী কপিরাইট আইন লঙ্ঘন করার জন্য রেড চিলিজ এন্টারটেইনমেন্টের তরফে একটি কেস ফাইল করা হয়।

১০ আগস্ট মুম্বইয়ের সান্তাক্রুজ পুলিশ স্টেশনে এ অভিযোগ করা হয়। প্রযোজনা সংস্থা জানায়, ছবির শুটিংয়ের সময় শুট লোকেশনে ফোনের ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছিল। একই সঙ্গে রেকর্ড না করার বিষয়েও নজর ছিল। তারপরও ফাঁস হয়ে গেল। 

কীভাবে এ কাণ্ড ঘটল সেটা ভেবেই অবাক সবাই। রেড চিলিজ় এন্টারটেনমেন্ট অভিযোগ করে ‘জওয়ান’-এর ছবির ক্লিপিং চুরি করে ফাঁস করা হয়েছে। ৫টি টুইটার অ্যাকাউন্ট খুঁজে বের করা হয়েছে, যেখান থেকে এই ক্লিপ শেয়ার করা হয়েছে। এই প্রোফাইলের মালিকদের কাছে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

প্রযোজনা সংস্থাটি দিল্লি হাইকোর্টে অভিযোগ করেছে। হাইকোর্ট ভিডিও ক্লিপগুলো ডিলিট করে দিতে টুইটারকে তৎক্ষণাৎ নির্দেশ দেন। পরে মাইক্রো ব্লগিং সাইট থেকে সেগুলো সরিয়ে দেওয়া হয়েছে।