• সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২৫ ১৪৩০

  • || ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৫

বন্ধ হয়ে গেল জয়ার সিনেমার শুটিং

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৩  

 
‘রাজকাহিনী’ ও ‘এক যে ছিল রাজা’ ছবির পর পাঁচ বছর কলকাতার পরিচালক সৃজিত মুখার্জির পরিচালনায় দেখা যায়নি জয়া আহসানকে। এবার ‘দশম অবতার’ ছবির মধ্য দিয়ে সৃজিতের পরিচালনায় আবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন জয়া। আসন্ন পূজাতে মুক্তি দেওয়ার লক্ষে নির্মিত হচ্ছে সিনেমাটি। 

এবার জানা গেল জয়া আহসান অভিনীত সিনেমাটির শুটিং একেবারে শেষের পথে এসে বন্ধ হয়ে গেছে। জানা গেছে, সৃজিত ভীষণ অসুস্থ। জ্বর হয়েছে তার। ফলে একদিনের শুটিং বাকী থাকতেই বন্ধ করতে হলো ক্যামেরা।  

ভারতীয় গণমাধ্যম জানায়, সিনেমাটির শেষ দিনের শুটিং হওয়ার কথা ছিল উত্তরবঙ্গে। অংশ নিবেন জয়া আহসান ও অনির্বাণ ভট্টাচার্য। তবে পরিচালকের অসুস্থতার কারণে তা পিছিয়ে গেছে। তাই চলতি মাসের শেষে ফের শুটিংয়ের পরিকল্পনা করা হয়েছে।