• শুক্রবার ০৪ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ১৮ ১৪৩১

  • || ২৯ রবিউল আউয়াল ১৪৪৬

তানিয়া বৃষ্টিকে পাল্টা জবাব আরশের

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৪  

নাটক-সিনেমায় জুটি বেঁধে কাজ করতে গিয়ে অনেকেই বাস্তব জীবনে জুটি বেঁধেছেন। সংখ্যাটা কম নয়। অনেকদিনের গুঞ্জন, আরশ খান ও তানিয়া বৃষ্টি নাকি সে পথেই হাঁটছেন। চুটিয়ে প্রেম করে বেড়াচ্ছেন তারা। তবে বিষয়টি গুজব বলে উড়িয়ে দিয়েছেন তানিয়া বৃষ্টি। সংবাদমাধ্যমকে জানিয়েছেন, প্রেম নয়, ভাই ব্রাদারের মতো সম্পর্ক তাদের। এবার মুখ খুললেন আরশ। বললেন, ভাইব্রাদার টাইপ বলে কিছু নেই। 

এরইমধ্যে তানিয়া বৃষ্টির বক্তব্য ছড়িয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। তারপরই সরব হয়েছেন আরশ। নিজের ফেসবুকে লিখেছেন, ‘ভাইব্রাদার টাইপ বলে কিছু নাই। পুসি ক্যাটস আর ভেরি ডেন্জারাস। যে ভালোবাসে তাকেই খামছি দেয়।’ এদিকে নিজের দেওয়া পোস্টে কারও নাম উল্লেখ করেননি আরশ। তাই স্পষ্ট করে তানিয়ার নাম নেওয়াও যাচ্ছে না। তবে তানিয়া বৃষ্টির মন্তব্য টেনে ধরে কথা বলায় নেটিজেনদের ধারণা অভিনেত্রীকে নিয়ে পোস্ট দিয়েছেন আরশ। 

আরশের সঙ্গে সম্পর্ককে ভাই ব্রাদার টাইপ উল্লেখ করে সংবাদমাধ্যমকে তানিয়া বৃষ্টি বলেছিলেন, ‘আমরা একসঙ্গে অনেক নাটকের জুটি হওয়ার কারণে আমাদের সম্পর্ক অনেক ক্লোজ ছিল। আমরা ভাই–ব্রাদার টাইপের ফ্রেন্ড ছিলাম। আমাদের কাছাকাছি বাসাও ছিল। তখন আমাদের অনেক কাজ হয়েছে। এখন আগের মতো আমরা একসঙ্গে অভিনয় করছি না। এখন আমাদের মধ্যে ওই ফ্রেন্ডশিপ নাই।’

এ সময় প্রেমের গুঞ্জন উড়িয়ে অভিনেত্রী আরও বলেছিলেন, ‘আমাদের মধ্যে আসলে প্রেম বা সম্পর্ক এমন কিছু না। আমরা শুরু থেকেই একসঙ্গে অনেক নাটকের শুটিং করেছি। সেই কারণেই অনেকে অনেক কথা বলেন। একসঙ্গে অভিনয় করার কারণে অনেক সময় ফেসবুকে পোস্ট করা বা কিছু লিখেছি। সম্পর্ক বা তেমন কিছু না।’