• শুক্রবার ১১ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ২৫ ১৪৩১

  • || ০৬ রবিউস সানি ১৪৪৬

‘বরবাদ’-এ কি শাকিবের সঙ্গে শাবনূর-জানালেন নির্মাতা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৪  

‘তুফানে’র সাফল্যের পর শাকিবিয়ানদের চোখ এখন ‘বরবাদে’র দিকে। কেননা এ সিনেমাটিও বড়সড় আয়োজনের। যদিও ক্যামেরা, লাইট জ্বলে ওঠেনি এখনও। তবে গুঞ্জন বেশ ছড়িয়েছে কিং খানের নতুন এ সিনেমা নিয়ে। 

সামাজিক মাধ্যমে ছবিটি নিয়ে বিভিন্ন পোস্ট ঘুরে বেড়াচ্ছে। কোনোটায় দাবি করা হচ্ছে ইধিকা নন, শাবনূরই হচ্ছেন ‘বরবাদে’ শাকিবের নায়িকা। এতে শাবনূরের ভক্তবৃন্দ বেশ আনন্দিত। দেশের দুই সুপারস্টারকে এক সিনেমায় দেখার লোভ পেয়ে বসেছে তাদের। তবে ছবিটির পরিচালক মেহেদী হাসান হৃদয় জানালেন ‘বরবাদে’ শাবনূরের থাকার বিষয়টি সম্পূর্ণ গুজব। ঢাকা মেইলকে তিনি বলেন, ‘‘শাবনূর ‘বরবাদে’ থাকছেন না। বিষয়টি সম্পূর্ণ গুজব। বড় কথা হচ্ছে সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে যে চরিত্র সেখানে শাবনূরকে ভাবিনি আমি। অন্য কেউ থাকছেন।’’

এদিকে শাবনূরের পাশাপাশি এসেছে সাবিলা নূরের নাম। পশ্চিমবঙ্গের ইধিকা পালের নাম এসেছে সবার আগে। এ বিষয়ে পরিচালকের ভাষ্য, ‘সোশ্যাল মিডিয়ায় এই কথাগুলো যারা ছড়াচ্ছেন তাদের কারও সঙ্গে এ বিষয়ে আমার কথা হয়নি। মনগড়া কথাবার্তা ছড়ানো হচ্ছে।’

তবে ‘বরবাদে’ শাকিবের বিপরীতে কে থাকছেন তা খোলাসা করলেন না মেহেদী হাসান হৃদয়। শুধু জানালেন কয়েকদিন পর আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবেন। সেখানেই জানানো হবে সবকিছু। তবে ছবির শুটিং নির্ভর পরস্থিতির ওপর। অনুকূলে থাকলে সেপ্টেম্বরের শেষে শুটিংয়ে যেতে চান।