• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

‘ইভ্যালির মতো প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে’   

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২১  

ইভ্যালি ও ই-অরেঞ্জের মতো ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি)।

গতকাল শনিবার এক প্রেস ব্রিফিংয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) একেএম হাফিজ আক্তার এ তথ্য জানান।

তিনি বলেন, অনেক ই-কমার্স প্রতিষ্ঠান আছে যারা ইভ্যালি ও ই-অরেঞ্জের মতো প্রতারণার সঙ্গে জড়িত। তারা বাজারের দামের চেয়ে কম দামে গ্রাহকদের পণ্য দেবে বলে প্রতারণা করছে। তদন্ত চলছে এবং তদন্তের পর ব্যবস্থা নেয়া হবে।

হাফিজ বলেন, আমরা চাই দেশে ই-কমার্স প্ল্যাটফর্ম সমৃদ্ধ হোক।