• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

‘তারেক জিয়া আদালতে সাজাপ্রাপ্ত হয়ে ফিউজিটিভ হয়ে গেছে’ 

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২২  

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক জিয়া আদালতে সাজাপ্রাপ্ত হয়ে ফিউজিটিভ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাম উচ্চারণ না করে প্রধানমন্ত্রী বলেন,  ‘এতিমের অর্থ আত্মসাৎ করে জেলে- দয়া করে আমরা তাকে বাসায় থাকতে দিয়েছি। বাংলাদেশের সব থেকে বড় ও সব থেকে ব্যয়বহুল হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। আর তার ছেলে  ১০ ট্রাক অস্ত্র মামলা ও দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে ফিউজিটিভ (পলায়নপর) হয়ে গেছে’

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বুধবার আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ের এই আলোচনা সভায় শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত থেকে সভাপতিত্ব করেন।

বর্তমানে লন্ডনে বসবাসরত তারেক জিয়া বাংলাদেশে পৃথক তিনটি মামলায় বর্তমানে সাজাপ্রাপ্ত। তিনি আদালত ও সরকারের চোখে বর্তমানে পলাতক। তারেক রহমান দুর্নীতির মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত, একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত।

এছাড়া ২০১৪ সালের ১৬ ডিসেম্বর লন্ডনে যুক্তরাজ্যে এক সমাবেশে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করায় বাংলাদেশে তার বিরুদ্ধে মানহানির মামলা হয়। গত বছরের ফেব্রুয়ারিতে তাকে দুই বছরের কারাদণ্ড দেন আদালত।