• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চাকরি

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ নভেম্বর ২০২২  

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি একাধিক গ্রেডে শিক্ষক নিয়োগ দেবে।

আগ্রহীদের আবেদনপত্র সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে।

যেসব পদে লোকবল নেওয়া হবে: পদার্থবিজ্ঞান বিভাগে একজন অধ্যাপক, সমাজবিজ্ঞান বিভাগে সহযোগী অধ্যাপক এক জন, লোক প্রশাসন বিভাগে সহযোগী অধ্যাপক দুজন ও ইংরেজি বিভাগে সহযোগী অধ্যাপক একজন নেওয়া হবে।

বেতন ও সুযোগ-সুবিধা: অধ্যাপক পদের জন্য বেতন স্কেল ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা (গ্রেড ৩) ও সহযোগী অধ্যাপক পদের জন্য ৫০,০০০-৭১,২০০ টাকা (গ্রেড ৪)।

যেভাবে আবেদন: বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.brur.ac.bd) অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদে আবেদন করার শর্ত ও আবেদন ফরম পাওয়া যাবে। রেজিস্ট্রার অফিস থেকে সরাসরি বা ডাকযোগে ফরম জমা দেওয়া যাবে।  

বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদের জন্য ১৪ সেট আবেদন ফরম জমা দিতে হবে। প্রতি সেট আবেদন ফরমের সঙ্গে দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত অনুলিপি এবং চারিত্রিক সনদপত্র সংযুক্ত করে ডাকযোগে অথবা হাতে হাতে রেজিস্ট্রার শাখায় জমা দিতে হবে।  

আবেদন ফি: আবেদন ফরমের সঙ্গে রেজিস্ট্রার, বেগম রোকেয়া বিশ্ববিদ্যলয়, রংপুরের অনুকূলে জনতা ব্যাংকের যেকোনো শাখা থেকে ৫০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার পাঠানোর রশিদ সংযুক্ত করতে হবে।

আবেদনের শেষ সময়: ২২ নভেম্বর, ২০২২।