• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

অসচ্ছল নারীদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২২  

অসচ্ছল নারীদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার               
প্রতিমাসে বিনামূল্যে ৩০ কেজি করে চাল পাবেন ১০ লাখ ৪০ হাজার অসচ্ছল নারী। ২০২৩ সালের জানুয়ারি থেকে এ উদ্যোগ শুরু হচ্ছে, যা অব্যাহত থাকবে পরবর্তী দুই বছর। শুধু খাদ্য সহায়তাই নয়, কর্মসূচির আওতাভুক্ত সব উপকারভোগীকে সঞ্চয় ব্যবস্থাপনারও আওতায় আনা হবে। এ লক্ষ্যে নির্বাচিত উপকারভোগীদের পৃথকভাবে প্রত্যেককে একটি ব্যাংক হিসাবও খুলে দেওয়া হবে।

সঞ্চয় করা অর্থ এবং প্রশিক্ষণে প্রাপ্ত জ্ঞান কাজে লাগিয়ে আগামী দুই বছরের মধ্যে ক্ষুদ্র ব্যবসার মাধ্যমে এই নারীদের আত্মনির্ভরশীল করে তোলা হবে। ফলে তারা আয়বর্ধক এবং ক্ষুদ্র ব্যবসা পরিচালনার মাধ্যমে অর্থনীতিতে অবদান রাখতে সক্ষম হবেন।

খাদ্য, পুষ্টি ও অর্থনৈতিক নিরাপত্তাহীনতা দূর করে অসচ্ছল এবং অক্ষম নারীদের আর্থিক সচ্ছলতা নিশ্চিত করতে 'ভালনারেবল উইমেন বেনিফিট প্রোগ্রাম (ভিডব্লিউবি) নতুন কর্মসূচির আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।

২০২৫-২৬ সালে উপকারভোগী বাড়িয়ে ১৫ লাখে উন্নীত করার পরিকল্পনা রয়েছে সরকারের।